আসামি ধরতে আরএমপিতে স্মারকলিপি দিল বিএনপি

রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন মামলার পলাতক আসামি ও আওয়ামী লীগের দোসরদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে আরএমপি সদর দপ্তরে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে রাজপথে আন্দোলনরত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জুলাই বিপ্লব এবং গণঅভ্যুত্থানে রক্ত বিসর্জন দিয়েছেন। ফলে বাংলাদেশ বিশ্ব দরবারে নতুন পরিচয়ে পরিচিত হয়েছে।অথচ বর্তমানে রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
 
স্মারকলিপিতে আরো বলা হয়, নগরীতে ইভটিজিং, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। এর পাশাপাশি পূর্ববর্তী আন্দোলনে হামলায় জড়িত ও বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।এ সময় বিএনপি নেতারা আট দফা দাবি তুলে ধরেন।

এর মধ্যে রয়েছে- পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান, অভিযুক্ত ও মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অভিযান, যুবদল নেতা রুহুল আমিন বাবলুর ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার, পুরোনো হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের আইনের আওতায় আনা। এছাড়াও নগরীতে রাত্রিকালীন টহল ও নজরদারি বাড়ানো, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে নজরদারি ও আইনগত ব্যবস্থা এবং কমিউনিটি পুলিশিং কমিটি দ্রুত পুনর্গঠন ও সক্রিয় করার দাবি জানান নেতারা।

বিএনপির নেতারা বলেন, রাজশাহী যেন শিক্ষা ও শান্তির নগরী হিসেবে পরিচিত থাকে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিরপেক্ষ, পেশাদার এবং প্রভাবমুক্ত ভূমিকা নিশ্চিত করতে হবে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে প্রাণ গেল ১ জনের May 18, 2025
img
রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের May 18, 2025
img
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতাকে বহিষ্কার May 18, 2025
img
হজযাত্রীদের সুরক্ষায় সৌদির নতুন উদ্যোগ May 18, 2025
img
তামিমের ৯ বছর পর টি-টোয়েন্টিতে ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি May 18, 2025
img
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে May 18, 2025
img
এফএ কাপে ম্যানসিটিকে চমক দেখিয়ে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো ক্রিস্টাল প্যালেস May 18, 2025
অবৈধভাবে ভারত থেকে অনুপযুক্ত ওষুধগুলো আমদানি করত May 18, 2025
৫ আগস্টের পর আবারও আমরা সাংস্কৃতিক যুদ্ধে জড়িয়ে গেছি: হাসনাত আবদুল্লাহ May 18, 2025
img
হাসিনা ঝাড়ে কারে কারে? প্রশ্ন পিনাকী ভট্টাচার্যের May 18, 2025