আসামি ধরতে আরএমপিতে স্মারকলিপি দিল বিএনপি

রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন মামলার পলাতক আসামি ও আওয়ামী লীগের দোসরদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে আরএমপি সদর দপ্তরে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে রাজপথে আন্দোলনরত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জুলাই বিপ্লব এবং গণঅভ্যুত্থানে রক্ত বিসর্জন দিয়েছেন। ফলে বাংলাদেশ বিশ্ব দরবারে নতুন পরিচয়ে পরিচিত হয়েছে।অথচ বর্তমানে রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
 
স্মারকলিপিতে আরো বলা হয়, নগরীতে ইভটিজিং, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। এর পাশাপাশি পূর্ববর্তী আন্দোলনে হামলায় জড়িত ও বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।এ সময় বিএনপি নেতারা আট দফা দাবি তুলে ধরেন।

এর মধ্যে রয়েছে- পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান, অভিযুক্ত ও মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অভিযান, যুবদল নেতা রুহুল আমিন বাবলুর ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার, পুরোনো হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের আইনের আওতায় আনা। এছাড়াও নগরীতে রাত্রিকালীন টহল ও নজরদারি বাড়ানো, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে নজরদারি ও আইনগত ব্যবস্থা এবং কমিউনিটি পুলিশিং কমিটি দ্রুত পুনর্গঠন ও সক্রিয় করার দাবি জানান নেতারা।

বিএনপির নেতারা বলেন, রাজশাহী যেন শিক্ষা ও শান্তির নগরী হিসেবে পরিচিত থাকে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিরপেক্ষ, পেশাদার এবং প্রভাবমুক্ত ভূমিকা নিশ্চিত করতে হবে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ