বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে প্রয়োজনীয় রাজনৈতিক ও কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
শনিবার (১৭ মে) ঠাকুরগাঁও শহরের একটি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা অপরাধে জড়িত, তাদের বিচার শেষ হওয়ার আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। অপরাধ প্রমাণিত হলে শাস্তি হবে, আর নিরপরাধ হলে তারা নির্বাচন করতে পারবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে করিডরের নামে আত্মাহুতির পথে ঠেলে দেওয়া চলবে না। করিডোর বাস্তবায়নের আগে দেশের সব রাজনৈতিক দল, শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। একতরফা কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।”
সীমান্ত দিয়ে ভারত কর্তৃক পুশইনের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “এই কর্মকাণ্ড দ্রুত বন্ধ হওয়া উচিত। ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে আন্তর্জাতিক আদালতে মামলা করা দরকার।”
ক্ষমতা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “ক্ষমতা এক ধরনের স্বাদ দেয়, যা পেলে অনেকে ছাড়তে চায় না। তাই কেউ কেউ জরুরি অবস্থা জারি করে, আবার কেউ দল গঠন করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে। এসব প্রতিহত করতে হবে।”
সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম এবং টিম সদস্য আব্দুর রশিদ।