দীর্ঘ ৭ বছর বিরতির পর আবারো শুরু হচ্ছে দেশের সবচাইতে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার ২০০৫ সালে যাত্রা শুরু করা ‘লাক্স সুপারস্টার’ রিয়েলিটি শো দেশের বিনোদন অঙ্গনে উপহার দিয়েছে একঝাঁক তারকা । শানারেই দেবী শানু, জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদ এদের প্রত্যেকের ক্যারিয়ারের সূচনা হয়েছিল এই প্রতিযোগিতার মাধ্যমে।
প্রথম কয়েক বছর টানা অনুষ্ঠিত হলেও ২০১০ সালের পর প্রতিযোগিতাটিতে আসে ছন্দপতন। এক বছর বিরতির পর ২০১২ সালে আবার ফিরে আসে, তবে তা ছিল ক্ষণস্থায়ী। ২০১৪ সালে অনুষ্ঠিত হলেও এরপর চার বছর বন্ধ থাকে। সর্বশেষ ২০১৮ সালের আয়োজনে বিজয়ী হয়েছিলেন মিম মানতাসা। এরপর বন্ধ হয়ে যায় এই আয়োজন।
লম্বা বিরতির পর ২০২৫ সালে আবারও আয়োজন করা হচ্ছে ‘লাক্স সুপারস্টার’। ৬ মে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীরা অংশ নিতে পারবেন এই রিয়েলিটি শোয়ে। আবেদন করতে হবে লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে।
এবারের প্রতিযোগিতায় ফরমেটে এসেছে পরিবর্তন। আগের মতো শুধু অভিনয় বা স্টাইলিং নয়, এবার যোগ হয়েছে কনটেন্ট মেকিংয়ের মতো সমসাময়িক একটি বিভাগ। বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।
লাক্সের ফেসবুক পেজে প্রকাশিত প্রমো ভিডিওতে মেহজাবীন বলেন, ‘২০০৯ সালে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তিনিও ছিলেন নার্ভাস। তবে এই মঞ্চই তাকে সাহস দিয়েছে, তৈরি করেছে আত্মবিশ্বাস। এবার যারা অংশ নিচ্ছেন, তাদের পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত।’
প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলা।
এসএম/এসএন