চরবৃত্তির অভিযোগে‌ ভারতীয় ব্লগার জ্যোতি মালহোত্রা গ্রেফতার

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ভারতে গ্রেফতার করা হয়েছে এক জনপ্রিয় ট্রাভেল ব্লগারকে। পুলিশ জানিয়েছে, জ্যোতি মালহোত্রা নামে এক ট্রাভেল ব্লগারকে গ্রেফতার করা হয়েছে। হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতি ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে, সে পাকিস্তানে হ্যান্ডলারদের কাছে সংবেদশনীল তথ্য পাচার করত। ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারা-সহ একগুচ্ছ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত পাঁচদিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছে ট্রাভেল ব্লগারকে।

জ্যোতির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হিসার পুলিশের মুখপাত্র বিকাশ কুমার জানিয়েছেন, আপাতত ট্রাভেল ব্লগারকে জেরা করা হচ্ছে। হিসার সিভিল লাইনস থানায় যে এফআইআর দায়ের করা হয়েছে, তাতে জানানো হয়েছে, ২০২৩ সালে নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে গিয়েছিল জ্যোতি। সেইসময় পাক হাইকমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগ হয়েছিল। যে দানিশকে সম্প্রতি ভারত থেকে বের করে দেওয়া হয়েছে ।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, জ্যোতি জানিয়েছে যে দানিশের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল। পরবর্তীতে যখন পাকিস্তানে গিয়েছিল, সেইসময় আলি এহওয়ানের সঙ্গে পরিচিতি গড়ে উঠেছিল জ্যোতির। আলি নিজেকে পাকিস্তানি সুরক্ষা এবং গোয়েন্দা বাহিনীর অফিসার হিসেবে পরিচয় দিয়েছিল।

পুলিশের এফআইআরে জানানো হয়েছে, পাকিস্তান থেকে ফেরার পরেও হোয়্যাটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচাটের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির।

এদিকে, চরবৃত্তির অভিযোগে হরিয়ানার এক শিক্ষার্থীকেও গ্রেফতার করেছে ভারত। তার বিরুদ্ধে পাকিস্তানের কাছে স্পর্শকাতর তথ্য তুলে দেয়ার অভিযোগ আনা হয়েছে।

একই ধরনের অভিযোগে কিছুদিন আগে ২৪ বছর বয়সী নওমান ইলাহিকে গ্রেফতার করে দেশটি। উত্তর প্রদেশের ওই বাসিন্দা হরিয়ানাতে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।

আরআর

Share this news on: