জামালপুরে বজ্রপাতে প্রাণ গেল ঘোড়ার গাড়ি চালকের

জামালপুরে বজ্রপাতে হাশেম আলী (১৫) নামের এক ঘোড়ার গাড়ি চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর (ধুলাউড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাশেম আলী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোয়াইল ইউনিয়নের ধারাবর্ষা এলাকার ওয়াহেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হাশেম আলীসহ ছয়জন ঘোড়ার গাড়িচালক মাঠ থেকে ধান নিয়ে স্থানীয় এক কৃষকের বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি আম গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে হাশেম আলী আহত হয়। তবে সঙ্গে থাকা বাকিরা প্রাণে বেঁচে যান। পরে স্থানীয় লোকজন হাশেম আলীকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে দায়িত্বে থাকা ডা. রাকিবুল বলেন, হাশেম আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে।

বোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আছাদ খান বজ্রপাতে হাশেম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএম/এসএন 

Share this news on: