‘ভারতকে আমি ভীষণ ভালোবাসি। এই দেশের মানুষ, দেশের সংস্কৃতি সবকিছু আমার খুব পছন্দের।’ এমন কথা বলতে বলতে বলিউডে ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করলেন টম ক্রুজ। সম্প্রতি অবনীত কৌরের সঙ্গে তাঁর নতুন ছবির প্রচারমূলক ভিডিওতে ভারতের প্রশংসা করেন হলিউড সুপারস্টার।
২০১১ সালে ‘মিশন ইম্পসিবল- ঘোস্ট প্রোটোকল’ ছবির প্রচারে ভারতে গিয়েছিলেন টম ক্রুজ। স্মৃতির পাতায় ডুব দিয়ে অভিনেতা ভাগ করে নিয়েছেন সেই সময়ের কিছু কথা।
টম ক্রুজ বলেন, এদেশে কাটানো প্রতিটা মুহূর্ত আমার সবসময় মনে পরে। ভারতের মাটিতে পা রাখা থেকে তাজমহলে যাওয়া এবং মুম্বইয়ে কাটানো প্রতিটা মুহূর্ত আমার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল।
আর তার ঠিক পরেই বলিউডে ছবি পরিচালনার ইচ্ছাপ্রকাশ করেন অভিনেতা। শুধু তাই নয়, ‘মশালা’ বলিউড সিনেমাতেও অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করেন টম ক্রুজ। বলিউডের প্রশংসা করে অভিনেতা বলেন, হিন্দি ছবির চিত্রানট্য, গল্পের বিষয়বস্তু যেমন আমার পছন্দ, তেমনই বাণিজ্যিক ধারার হিন্দি সিনেমায় যে নাচগান হয়, সেটাও দারুণ লাগে।
হলিউড তারকার এমন ঘোষণার পরই প্রশ্ন উঠেছে, ‘তাহলে কি এবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুরদের একচেটিয়া সাম্রাজ্যে ভাগ বসাতে চাইছেন টম?’
জানিয়ে রাখা ভালো, শনিবার ভারতে মুক্তি পেয়েছে টম ক্রুজের নতুন ছবি ‘মিশন ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং’।ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় এটি ‘মিশন ইম্পসিবল’ সিরিজের আট নম্বর ফ্র্যাঞ্চাইজি।
এমআর/টিএ