নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে দায়ের করা দুটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শোন অ্যারেস্ট দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক তুহিন হত্যা মামলায় এবং হকার দুলাল হত্যাচেষ্টা মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শোন অ্যারেস্ট দেখানোর আগে কারা কর্তৃপক্ষের সহায়তায় ভার্চুয়ালি আদালতে হাজির হন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী।
প্রসঙ্গত, গত ৯ মে সিদ্ধিরগঞ্জের মিনারুল ইসলাম হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে পুলিশ দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার করে। ওইদিন আদালতের মাধ্যমে আইভীকে কাশিমপুর মহিলা কারাগারে প্রেরণ করা হয়।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, শনিবার কাশিমপুর মহিলা কারাকর্তৃপক্ষের সহায়তায় আইভী ভার্চুয়ালি নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরির আদালতে হাজির হন। এ সময় তিনি হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। রাষ্ট্রপক্ষ সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে।
তিনি বলেন, আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে পাঁচটি মামলা আছে। বাকি মামলাগুলোতে তাকে দ্রুত শোন অ্যারেস্ট দেখানো জন্য আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট থানার ইন্সপেক্টরকে নির্দেশ দেওয়ার আবেদন করেন।
এমআর/টিএ