অগ্নি দুর্ঘটনার শিকার হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার লুসিও। গত বৃহস্পতিবার (১৫ মে) নিজ বাড়িতে দুর্ঘটনার কবলে পড়েন এই কিংবদন্তি ডিফেন্ডার। এরপর গুরুতর অবস্থায় তাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৪৭ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
সংবাদ মাধ্যম লা গেজেত্তে দেল্লো স্পোর্টস জানিয়েছে, দুর্ঘটনার লুসিও’র শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে বিশেষ পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। ডাক্তাররা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, লুসিও’র জ্ঞান আছে এবং তার অবস্থা স্থিতিশীল।
সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, লুসিও নিজের বাড়িতেই অগ্নি দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে অগ্নি দুর্ঘটনা হয়েছে, তা নিশ্চিত করা হয়নি।
ব্রাজিলের জার্সিতে লুসিওর অভিষেক হয়েছিল ২০০০ সালে। এরপর হলুদ জার্সিতে ২০১১ সাল পর্যন্ত খেলেছেন ১০৫ ম্যাচ, রক্ষণভাগের খেলোয়াড় হয়েও করেছেন ৪ গোল। ২০০২ সালে ব্রাজিলের সবশেষ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সেলেসাওদের হয়ে জিতেছেন দুটি ফিফা কনফেডারেশন কাপ।
১৯৯৭ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু লুসিওর। ক্লাব ক্যারিয়ারে গতিময় এই সেন্ট্রাল ডিফেন্ডার খেলেছেন বায়ার লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, জুভেন্টাসের মতো দলে। ২০০৯ সালে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে যোগ দিয়ে হোসে মরিনহোর অধীনে জেতেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাও।
লুসিও ২০২০ সালে ব্রাসিলিয়েন্সের হয়ে ২৩ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। অবসরের পর তিনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করেন।
আরআর