বার্সেলোনায় রোনালদিনহোর কাছ থেকে বিশ্বসেরা হওয়ার ব্যাটন পেয়েছিলেন লিওনেল মেসি। আর এবার সেই ব্যাটন হয়তো মেসি তুলে দেবেন নতুন বিস্ময় লামিন ইয়ামালের হাতে।
মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বের অন্যতম সেরা প্রতিভা হিসেবে আলো ছড়াচ্ছেন স্প্যানিশ এই তরুণ। অনেকে তার মধ্যে মেসিরই ছায়া খুঁজে পান। দুজনেরই ফুটবল শৈলী গড়ে উঠেছে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে।
শিশুকালে একবার ইউনিয়সেফের এক প্রকল্পে মেসির কোলে উঠেছিলেন ইয়ামাল। দুই প্রজন্মের দুই বিস্ময়ের সেই সাক্ষাৎ ছিল এক ঝলক। এরপর আর কখনো তাদের একসঙ্গে মাঠে দেখা যায়নি।
এ বছরের ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে খেললেও বার্সেলোনা সেখানে অংশ নেয়নি, ফলে সেই সম্ভাবনাও হারিয়ে যায়। তবে ফুটবল ভক্তদের সেই আক্ষেপ মিটতে পারে ২০২৬ সালের মার্চে।
জানা গেছে, ‘ফিনালিসিমা ২০২৬’-এ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এখনও ভেন্যু চূড়ান্ত না হলেও আলোচনায় রয়েছে ওয়েম্বলি, মারাকানা ও ন্যুক্যাম্প। যদি ম্যাচটি হয় ন্যুক্যাম্পে, তাহলে সেটি হবে অতীত ও ভবিষ্যতের এক অনন্য মিলনমেলা।
এই ম্যাচ হতে পারে মেসি ও ইয়ামালের পেশাদার ফুটবলে একমাত্র মুখোমুখি লড়াই—যেখানে ৩৭ বছর বয়সী মেসি হয়তো তারই মতো এক বিস্ময় ইয়ামালের হাতে বিশ্বসেরার ব্যাটন তুলে দেবেন। একটি যুগের সমাপ্তি, আরেকটির সূচনা—ফুটবল ইতিহাসে যা হয়ে থাকবে অবিস্মরণীয়।
এসএস/এসএন