বুন্দেসলিগায় ব্যাক টু ব্যাক আসরের সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। সর্বোচ্চ ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই লিগ শেষ করেছেন তিনি। অপরদিকে, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে জায়গা করে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
শনিবার (১৭ মে) লিগ মৌসুমের সমাপনী ম্যাচ ডে শেষে চূড়ান্ত পয়েন্ট তালিকায় শীর্ষ চার দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করে বায়ার্ন, লেভারকুজেন, ফ্রাঙ্কফুর্ট ও ডর্টমুন্ড।
প্রতিপক্ষের মাঠে বায়ার্নের দাপুটে পারফরম্যান্সের দেখা মিলল শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা হাইফেনহাইমের বিপক্ষে। আগেই লিগ শিরোপা পুনরুদ্ধারের পর গোল উৎসব করে মৌসুমের শেষটা রাঙিয়েছে জার্মান জায়ান্টরা।
শেষ রাউন্ডের ম্যাচে ৪-০ গোলে বড় জয় পায় বাভারিয়ানরা। একটি করে গোল করেছেন মাইকেল ওলিসে, জসুয়া কিমিখ, জিনাব্রি ও হ্যারি কেইন।
উল্লেখ্য, সবশেষ সাত লিগ ম্যাচের মধ্যে ৬টি জিতে দশম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে ডর্টমুন্ড।
টিকে/টিএ