সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, পুলিশের সঙ্গে বৈঠকে প্রতিনিধি দল
মোজো ডেস্ক 01:50PM, May 18, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৮ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এর আগে শাহবাগ থানা পুলিশকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময় শেষ হলে দুপুর ১২টায় তারা শাহবাগ থানা ঘেরাও করেন।
বিক্ষোভে সংহতি জানাতে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি দল শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাম্য হত্যার বিচারে গৃহীত পদক্ষেপ ও অগ্রগতি জানানো হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, সাম্য হত্যার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রসমাজে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।