কাশ্মিরের নিরাপত্তায় এবার সাবেক সেনা সদস্যদের মাঠে নামাচ্ছে ভারত

টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।

এমন অবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতশাসিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা রক্ষায় এবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের নিয়োজিত করতে চলেছে দেশটির কেন্দ্রীয় সরকার। শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, কাশ্মিরে নিরাপত্তা জোরদারে এবার সাবেক সেনাদের মাঠে নামাচ্ছে ভারত সরকার। গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির পর শনিবার ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। পরে উভয় দেশের সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে।

জম্মু ও কাশ্মির প্রশাসনের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রশাসিত এই অঞ্চলটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় সাবেক সেনা সদস্যদের কাজে লাগানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি তথ্যমতে, প্রায় ৪ হাজার সাবেক সেনা সদস্যকে নন-কমব্যাট্যান্ট স্বেচ্ছাসেবক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪৩৫ জনের কাছে লাইসেন্সধারী ব্যক্তিগত অস্ত্র রয়েছে। সরকার বলছে, স্থানীয় পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

এএফপি বলছে, ভারতশাসিত কাশ্মিরে সাবেক সেনা সদস্যরা মূলত “স্ট্যাটিক গার্ড” হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের উপস্থিতি প্রতিরোধমূলক ভূমিকা রাখবে এবং স্থানীয়ভাবে নিরাপত্তা সমন্বয়ও বাড়াবে বলেও মনে করছে প্রশাসন।

অবশ্য ভারতশাসিত কাশ্মিরে ইতোমধ্যে প্রায় ৫ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু। ১৯৮৯ সাল থেকে ভারত-শাসিত কাশ্মিরে বিদ্রোহী গোষ্ঠীগুলো স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে।

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কাশ্মিরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জারি করলে সেখানে সংঘর্ষ অনেকটাই কমে আসে। তবে গত বছর কাশ্মিরের দক্ষিণাঞ্চলে কয়েকটি প্রাণঘাতী হামলার পর হাজার হাজার অতিরিক্ত সেনা এবং স্পেশাল ফোর্স মোতায়েন করে ভারত।

তিন বছরে এসব হামলায় অন্তত ৫০ সেনা নিহত হন। এর আগে করোনা মহামারির সময়ও ২৫০০ জন সাবেক সেনা সদস্যকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করা হয়েছিল বলে জানিয়েছে সরকার।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
হামলা বন্ধে চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর May 18, 2025
img
আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে নতুন নীতিমালা জারি May 18, 2025
দেশ ছাড়ার সিদ্ধান্ত জানালেন সালমান মুক্তাদির May 18, 2025
img
নুসরাতকে এভাবে গ্রেফতার পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে :এনসিপি নেতা May 18, 2025
img
প্রতিভা আর অদম্য মনোবল ছাড়া পেছনে কেউ ছিল না: হুমা কোরেশি May 18, 2025
তিন আসামীর খালাসে ক্ষুব্ধ আছিয়ার মা May 18, 2025
img
যখনই পাকিস্তানে আসি, উপভোগ করি: সাকিব May 18, 2025
img
তখন অন্যরকম একটা অবস্থা ছিল, আমাদের সবার: জয়া May 18, 2025
img
পর্দার শেখ হাসিনা থাইল্যান্ড পালাচ্ছিলেন! May 18, 2025
‘১০ মাস গড়ায় গেল, এখনও মায়ের পেটের বাচ্চা হইল না’ May 18, 2025
img
টানা দ্বিতীয়বারের মতো বুন্দেসলিগার টপ স্কোরার কেইন May 18, 2025
img
নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু May 18, 2025
img
কানে বাঙালি সাজে বর্ষার প্রশংসা করেছেন ভিনদেশিরা May 18, 2025
img
বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের May 18, 2025
img
নারী কমিশনের প্রস্তাব পতিত স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের দলিল : মহিলা ফোরাম May 18, 2025
যে কারণে সেনাবাহিনী ও পুলিশের প্রেসক্লাবে অবস্থান May 18, 2025
কোতোয়ালী থানার ওসির বিরুদ্ধে অভিযোগ May 18, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ সংস্কারের আইনি ভিত্তির জন্য গণভোট চায় জামায়াত May 18, 2025
img
বাংলাদেশ-জাপানের বিমান ফ্লাইট সাময়িকভাবে স্থগিত May 18, 2025
img
ফেসবুকে স্যাড রিয়্যাক্ট দেওয়ায় শোকজ, অবিশ্বাস্য: আশফাক নিপুণ May 18, 2025