কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল। তারপর সবকিছু ঠিক থাকলে দেশ থেকেই পাকিস্তান সফরে যাবে। তবে এই মুহূর্তে সেই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এসেছে। দেশে না ফিরে আমিরাতের বিপক্ষে আরেকটি টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ।
তারপর নিরাপত্তা ইস্যুতে সব ঠিক থাকলে আমিরাত থেকেই পাকিস্তানে যাবে লিটন দাসের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এরমধ্যে বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেওয়া হয়েছে আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শাহরিয়ার নাফীস বলেছেন, ‘বিসিবির পক্ষ থেকে একটি বাড়তি একটি ম্যাচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
এই মুহূর্তে দলের সঙ্গে আমিরাতে থাকা বোর্ড সভাপতি (ফারুক আহমেদ) ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান (নাজমুল আবেদিন ফাহিম) বিষয়টি দেখছেন।’
একইসঙ্গে ফারুক ও নাজমুল আজ রাতে ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে নিরাপত্তা ইস্যুতে তাঁদের ভাবনা জানতে চাইবেন। দুইটি বিষয়ে ইতিবাচক উত্তর পাওয়া গেলে তৃতীয় টি-টোয়েন্টি খেলে আমিরাত থেকেই পাকিস্তানে সফরে যাবে বাংলাদেশ দল।
টিকে/টিএ