গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এর পরই ভারতের বিমান ধরেন এই পেসার। জাতীয় দলের হয়ে খেলার পরদিন আজ রোববার আইপিএলে মাঠে নামছেন তিনি।
রাতের ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। যেখানে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গুজরাট। দিল্লির ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
দিল্লির একাদশে আছেন মুস্তাফিজ। মিচেল স্টার্কের বদলি হিসেবে একাদশে জায়গা পেয়েছেন এই বাঁহাতি পেসার। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে অক্ষর প্যাটেলের দল।
অবশ্য আজকের ম্যাচে মুস্তাফিজের একাদশে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যেহেতু গতকালই জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন এবং দুবাই থেকে ভারতে গেছেন তাই ভ্রমণ ক্লান্তি আছে তার। তবে টিম ম্যানেজমেন্ট মনে করছে, ফিজ খেলার মতো যথেষ্ট ভালো অবস্থানে আছেন তাই আজই মাঠে নামছেন এই বাঁহাতি পেসারকে।
উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজ। গত ১৪ মে তাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। এই বাঁহাতি পেসারকে ৭ দিনের জন্য এনওসি দিয়েছে বিসিবি। ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজ। এই সময়ে তিনটি ম্যাচ রয়েছে দিল্লির।
আরএম/এসএন