প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা (আরজিভি) ভারতীয় সিনেমা নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং বলিউড ও হলিউডের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য তুলে ধরেছেন। টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং সিনেমাটি ১৭ মে ভারতে মুক্তি পায় এবং ভক্তরা দারুণভাবে মুগ্ধ হচ্ছেন সিনেমার চমৎকার অ্যাকশন দৃশ্য দেখে।
রোববার (১৮ মে) আরজিভি এক্স -এ পোস্ট দিয়ে লেখেন, ‘ওদের (হলিউড) সঙ্গে আমাদের (ভারতীয় সিনেমা) পার্থক্য হলো- ওরা ধরে নেয় দর্শক বুদ্ধিমান এবং তাদের বুদ্ধিকে আরও শাণিত করে তোলে এমন সিনেমা বানায়, যেমন মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং। বিপরীতে, আমরা ভাবি দর্শক বোকার দল এবং সেই বোকার দলকে টার্গেট করে সিনেমা বানাই।
কোনো নির্দিষ্ট ছবির নাম উল্লেখ না করলেও, নেটিজেনরা সেখানে বিভিন্ন ছবির কথা বলেছেন। তার মধ্যে আরজিভির ‘সরকার ৩’-এর নামও ছিল।
একজন মন্তব্য করেন, ‘ভাই আগে নিজের ফিল্মোগ্রাফি একবার দেখে আসা উচিত ছিল!’ আরেকজন লিখেছেন, ‘হাস্যকর!’
তবে অনেকেই আরজিভির সঙ্গে একমত পোষণ করেন। একজন লিখেছেন, ‘আমাদের সিনেমাগুলো এখন শুধুই তারকাখ্যাতির ওপর নির্ভরশীল, কিন্তু হলিউড এমন কিছু নিয়ে আসে যা আমাদের কল্পনাতেও নেই।’
রাম গোপাল ভার্মা সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তার নতুন সিনেমা ‘সিন্ডিকেট’-এর মাধ্যমে গত কয়েক বছরের ‘সিনেমার পাপ’ মুছে ফেলতে চান।
এমআর/টিএ