বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম আতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি )। এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, সাবেক জাতীয় ফুটবলার ও কোচ হাসান আল মামুন এবং এসএ গেমসে স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই তিন জনের বিকেএসপি’র মনোনয়ন বোর্ডের মনোনয়ন নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বিকেএসপি। পরিচালনা বোর্ড বিকেএসপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়। সেই বোর্ডে তিন জন খ্যাতনামা ক্রীড়া ব্যক্তিত্বকে সদস্য রাখার বিধান রয়েছে। বিকেএসপির সঙ্গে সম্পৃক্ত এমন কাউকে প্রাধান্য দেয়ার নির্দেশনাও রয়েছে।
নাজমুল আবেদীন ফাহিমদ তার ক্রীড়াঙ্গনে ক্যারিয়ারে দীর্ঘ সময় কাটিয়েছেন বিকেএসপিতে। হাসান আল মামুন বিকেএসপির সাবেক ফুটবল শিক্ষার্থী। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে জাতীয় দলের সহকারী কোচ। শুটার শারমিনও বিকেএসপির সাবেক শিক্ষার্থী এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য রয়েছে। মনোনীত তিন জনেরই বিকেএসপির সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল।
ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম এখন দুবাইয়ে রয়েছেন। সেখান থেকে তিনি বিকেএসপির পরিচালনা বোর্ডে সদস্য মনোনীত হওয়া প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিকেএসপির অবদান অনেক এটা আমাদের সবারই জানা।
বিকেএসপি আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আমি অত্যন্ত আশাবাদী বিকেএসপিতে বড় পরিসরে কাজের সুযোগ পেয়ে। আমার সঙ্গে যে দুই জন রয়েছে তারাও অত্যন্ত যোগ্য এবং অভিজ্ঞ। তারা বিকেএসপির সাবেক ছাত্র এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে অনেক অবদান রেখেছে। আমি আশাবাদী বিকেএসপির ভবিষ্যত পথচলায় আমরা ইতিবাচক ভূমিকা রাখতে পারব।’
বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মনিরুল ইসলাম তিন জন ক্রীড়াবিদ মনোনয়ন নিয়ে বলেন, ‘পরিচালনা বোর্ড থেকেই মূলত বিকেএসপির নীতি নির্ধারণ হয়ে থাকে। এই সভায় তিন জন তিন খেলার বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন। যারা বিকেএসপি সম্পর্কে অত্যন্ত জ্ঞাত। তাদের মূল্যমান মতামত ও পর্যবেক্ষণ বিকেএসপিকে বেগবান করতে আরো সহায়ক বলে প্রত্যাশা করছি। ’
বিকেএসপির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ক্রীড়া মন্ত্রী/উপদেষ্টা সদস্য সচিব বিকেএসপির মহাপরিচালক। বোর্ডের বিন্যাস এ রকম- ক্রীড়া, অর্থ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব, কমিশনার, ঢাকা বিভাগ; পরিচালক, ক্রীড়া পরিদপ্তর; জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত অধ্যাপক পদমর্যাদার নিম্নে নয় এমন একজন প্রতিনিধি; বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত অধ্যাপক পদমর্যাদার নিম্নে নয় এমন একজন প্রতিনিধি; ক্যাডেট কলেজসমূহের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান; চেয়ারম্যান, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড; সভাপতি, জাতীয় মহিলা ক্রীড়া পরিষদ; সরকার কর্তৃক মনোনীত তিনজন খ্যাতনামা ক্রীড়া বিশেষজ্ঞ, যার মধ্যে একজন নারী হইবেন এবং মনোনয়নের ক্ষেত্রে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর সাবেক ক্রীড়াবিদগণ অগ্রাধিকার পাবেন।
বিকেএসপিতে বর্তমানে ২১ ডিসিপ্লিনের অনুশীলন হয়। সেই ২১ ডিসিপ্লিনের ফেডারেশনগুলোর সঙ্গে বিকেএসপি আগামী ১৭ জুন একটি সভা করার পরিকল্পনা করছে। জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়ে বিকেএসপিকে সহায়তা করছে। ফেডারেশন ও বিকেএসপির যোগসূত্র আরো সুদৃঢ় করতেই এই উদ্যোগ।
টিকে/এসএন