বহুল প্রতীক্ষিত ‘হেরা ফেরি থ্রি’ ছবি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। আর এতেই ঝড় উঠে যায় অভিনেতার ভক্তদের মনে, নেটমাধ্যমে শুরু হয় তোলপাড়।
প্রথমে গুঞ্জন উঠেছিল, নির্মাতাদের সঙ্গে ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’-এর কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে রোববার সামাজিক মাধ্যমে এসে অভিনেতা সেই গুঞ্জনে জল ঢাললেন।
পরেশ স্পষ্ট ভাষায় লেখেন, ‘আমি পরিষ্কার করে জানাতে চাই, হেরা ফেরি থ্রি থেকে আমার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কোনোরকম ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’-এর জন্য নয়। পরিচালক প্রিয়দর্শনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস রয়েছে।’
এই পোস্ট সামনে আসতেই প্রশ্ন উঠেছে, তাহলে আসল কারণ কী? এক অনুরাগী লিখেছেন, ‘আপনি কি বাবু ভাইয়া ইমেজে আবারও আটকে পড়তে চাইছেন না?’ আর একজন আবেগঘন অনুরোধে লেখেন, ‘তাহলে কী হল? প্রযোজকেরা কি কম পারিশ্রমিক দিচ্ছেন? নাকি আপনি এই চরিত্রে বিরক্ত? ‘হেরা ফেরি’ যদি তিনজন প্রধান চরিত্রের এক জনকে বাদ দিয়ে হয়, তাহলে সেই ছবির কোনো মানেই নেই। দয়া করে আবার ভাবুন!’
এছাড়াও অনেকেই মনে করেন ‘হেরা ফেরি’ মানেই তো বাবু রাও! রাজু আর শ্যামের প্রাণশক্তিই ছিল তার সংলাপ আর উপস্থিতি। তাকে বাদ দিলে সব ফিকে হয়ে যাবে।
২০০০ সালে প্রিয়দর্শনের পরিচালনায় মুক্তি পায় ‘হেরা ফেরি’, যেখানে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেট্টি—এই ত্রয়ীর কেমিস্ট্রি হয়ে ওঠে কিংবদন্তি। ‘বাবুরাও আপটে’-র চরিত্রে পরেশের কমিক টাইমিং আজও অবিস্মরণীয়। ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’-ও হয় সুপারহিট। যদিও সমালোচকরা প্রথম ছবির মতো প্রশংসা করেননি, তবে দর্শকদের ভালোবাসায় ছবিটি ‘কাল্ট ক্লাসিক’ হয়ে ওঠে।
আরএম/এসএন