সিনেমার নাম যখন ‘তাণ্ডব’, তখন এর টিজার বা ঝলককে ‘পূর্বাভাস’ বলা যেতেই পারে। সদ্য মুক্তি পাওয়া সেই পূর্বাভাসে উঠে এলো এক মহা বিপদের বার্তাও; আর তা সাবধানতা অবলম্বন করে দেখার অপেক্ষায় দর্শকেরা।
হ্যাঁ, রায়হান রাফী নির্মিত এই ছবিটির ঝলক এমনই শোরগোল ফেলেছে দর্শকদের মাঝে; যার অন্যতম কারণ মেগাস্টার শাকিব খান। আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’। এদিন থেকে প্রেক্ষাগৃহে শাকিব খান কতটা তাণ্ডব তুলবেন, তার যথেষ্ট আঁচ পাওয়া গেছে।
দেড় মিনিটের সেই পূর্বাভাসের প্রায় পুরোটাতেই ‘তাণ্ডব’ই দেখিয়েছেন নির্মাতা; যেখানে এক ধুন্ধুমার অ্যাকশন অবতারে দেখা গেছে মেগাস্টারকে। আর দর্শক নেটিজেন থেকে শুরু করে তারকারাও মেতে উঠেছেন তাণ্ডবের প্রশংসায়; শাকিব খান, রায়হান রাফি উভয়কেই প্রশংসা করেছেন কমবেশি সকলে। তাদের একজন পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো প্রশংসা করলেন ‘তাণ্ডব’ এর প্রায় সকলকেই, বেছে বেছে।
সদ্যই ইনস্টাগ্রামে একটি ফটো স্ট্যাটাস দিয়েছেন আফরান নিশো। শুরুতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে অভিনেতা লিখেছেন, ‘তাণ্ডব ফোরকাস্ট: অসাধারণ। শাকিব খান – এক শক্তিশালী উপস্থিতি…।’
পরিচালক রায়হান রাফি সম্পর্কে বললেন, ‘অসাধারণ রায়হান রাফি – তার দূরদর্শী পরিচালনা পুরো প্রজেক্টটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।’
প্রযোজক শাহরিয়ার শাকিল সম্পর্কে নিশোর মন্তব্য, ‘শাহরিয়ার শাকিল – যিনি ধারাবাহিকভাবে পর্দার আড়ালে থেকে প্রতিটি পর্যায়ে উৎকর্ষ নিশ্চিত করেছেন।’
প্রযোজক মাহেন্দ্র সোনি সম্পর্কে তিনি লেখেন, ‘মাস্টারমাইন্ড মাহেন্দ্র সোনি – যিনি পুরো প্রজেক্টের পেছনে মস্তিষ্ক, সব কিছু এক সুতোয় গেঁথে এনেছেন।’
নিশোর চোখে রেদওয়ান রনি যেন ঝাঁঝালো এক পাখির চোখ! তার সম্পর্কে লিখেছেন, ‘রেদওয়ান রনি পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি আর নির্ভীক সিদ্ধান্তে এসেছে অনন্য এক স্বাদ। চুপিচুপি বিস্ফোরণ ঘটালেন।’
সবশেষে আফরান নিশো উল্লেখ করেন, ‘তাণ্ডব এর পূর্বাভাস যেমন সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে, তেমন অত্যন্ত সম্ভাবনাময় মনে হচ্ছে। পরিশ্রম এবং নিষ্ঠার জন্য পুরো টিমকে ধন্যবাদ। আপনাদের সকলকে অগ্রগতি ও সাফল্যের জন্য শুভকামনা।’
আরআর/এসএন