মেগাস্টার শাকিব খান যেন সাফল্যের নতুন ইতিহাস গড়ছেন! ঈদুল ফিতরে ‘বরবাদ’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলার পর এবার কোরবানি ঈদে আসছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’।
গতকাল প্রকাশিত হয়েছে টিজার, আর মুহূর্তেই সেটি দর্শকদের মাতিয়ে তুলেছে। রেকর্ড গড়ার দৌড়ে এগিয়ে থাকা এই টিজার যেন নামের মতোই তাণ্ডব সৃষ্টি করছে।
রায়হান রাফীর পরিচালনায় শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘তাণ্ডব’-এর ট্রেলার মুক্তির পর মাত্র একদিনেই এটি ১ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি নতুন মাইলফলক। সিনেমাটির নির্মাতা রায়হান রাফী সোমবার (১৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
একটি স্ট্যাটাসের মাধ্যমে তাণ্ডবের টিজারের এই দারুণ সাফল্য তুলে ধরেছেন রাফী। লিখেছেন, ‘তাণ্ডব ফোরকাস্ট সব রেকর্ড ভেঙে দিচ্ছে। মাত্র একদিনেই মোট ভিউ ১ কোটিরও বেশি!’
রাফির এ পোস্টে মন্তব্যের ঝড় দেখা গেছে ভক্তদেরল টিজার যে তাদের মাত করেছে সেটা বুঝিয়ে দিচ্ছেন নিজেদের মন্তব্য দিয়েই। কেউ লিখেছেন, ‘তাণ্ডব আসছে কাঁপাতে।
খেলা হবে ঈদে।’ কেউ বা লিখেছেন, ‘শাকিব খানের জন্য বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে, নয়তো কেউ দেখে না বাংলাদেশের সিনেমা!’ কারো মন্তব্য, ‘নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে তান্ডব দিয়ে।’
রবিবার (১৮ মে) সকালে টিজারটি প্রকাশ করা হয়। টিজারে দেখা যায়, মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে, সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন।
যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের একঝলকে জয়া আহসানকেও দেখানো হয়।
টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না পর্দায় ‘তাণ্ডব’ দেখার। টিজারের এই উন্মাদনা প্রমাণ করে, এবার সিনেমাহলেও রেকর্ড করতে যাচ্ছে শাকিবের তাণ্ডব।
টিএ/