সানি লিওনের জীবন যেন এখন একেবারে খোলা বই। তার বায়োপিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি’ দেখে সহজেই জানা যায় তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। তবু, যতবারই সাক্ষাৎকারে মুখোমুখি হন, ততবারই অনুরাগীদের চমকে দেন নতুন নতুন প্রকাশ্যে আনা তথ্য দিয়ে।
সম্প্রতি ফিল্মফেয়ারের এক অনুষ্ঠানে সানি লিওন একটি খোলামেলা সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারের শেষ অংশে র্যাপিড ফায়ার রাউন্ডে তাকে জিজ্ঞেস করা হয়, তার জীবনের প্রথম চুম্বনের স্মৃতি কেমন ছিল।
সানি একেবারেই খোলামেলা স্বীকার করেন, সেই স্মৃতি তিনি আজীবন বয়ে বেড়াচ্ছেন, কিন্তু তা মোটেও সুখকর নয়।কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, সে সময় তিনি স্কুলে পড়তেন এবং সদ্য একটি প্রেমে জড়িয়েছিলেন। প্রথম চুম্বনের স্মৃতি সেই প্রেমিকের সঙ্গেই। কিন্তু সেই মুহূর্তেই ধরা পড়ে যান বাবার কাছে। আর এরপরেই পরিবারের উপর দিয়ে বয়ে যায় এক প্রবল ঝড়।
২০১২ সালে প্রাপ্তবয়স্ক ছবির দুনিয়া থেকে সরে আসেন সানি লিওন। এরপর বলিউডে শুরু করেন নিজের নতুন সফর।গত বছর একটি সাক্ষাৎকারে সানি প্রকাশ্যে জানান, প্রথমবার যখন তিনি পর্ন দেখেন, তখন তিনি খুব বিরক্ত হয়েছিলেন। এমনকি তিনি কখনও ভাবেননি, একদিন তাকে এই ইন্ডাস্ট্রির অংশ হতে হবে।
বর্তমানে সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার তিন সন্তানের বাবা-মা। ২০১৭ সালের জুলাই মাসে তারা দত্তক নেন প্রথম কন্যাসন্তান নিশাকে। পরে ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের যমজ ছেলে নোয়া ও আসের।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওন। এরপর ‘জিসম টু’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘কুছ কুছ লোচা হ্যায়’, ‘মাস্তিজাদি’, ‘তেরা ইন্তেজার’ এবং নিজের জীবনীভিত্তিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর’-এ অভিনয় করেন তিনি।
এমআর/টিএ