দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে কয়েক দিন ধরেই। দেশের কোথাও ভারি বর্ষণও হচ্ছে। এতে তাপমাত্রাও থাকছে সহনীয় পর্যায়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টিপাতের এই প্রবণতা থাকতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
আগামীকাল বুধবার (২১ মে) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সতর্কতাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে আগামী শুক্রবার থেকে আবার ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে। এতে তাপমাত্রাও বাড়তে পারে। জানতে চাইলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি থাকবে।
বুধবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থাকবে রাজশাহী ও ঢাকা বিভাগেও। তবে খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে।’
আগের দিনের তুলনায় গতকাল সোমবার দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি অনেকটা কমেছে।
দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২৫টিতে গতকাল বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। মূলত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে বৃষ্টি বেশি ছিল। তুলনামূলক কম হলেও বৃষ্টি হয়েছে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলেও।
অন্যদিকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশির ভাগ অঞ্চলে গতকাল বৃষ্টির রেকর্ড পায়নি আবহাওয়া অধিদপ্তর। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে উত্তরের জেলা রংপুরে।
এ ছাড়া দিনাজপুরে ৯৫ মিলিমিটার, নীলফামারীর সৈয়দপুরে ৯৩ মিলিমিটার এবং নওগাঁর বদলগাছীতে ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টিপাতের এই প্রবণতা থাকতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আগামী শুক্রবার থেকে আবার ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে।
এফপি/ টিএ