নীতির সাথে আপোষ সাদেক হোসেন খোকার উত্তরসূরীর মানায় না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একটি ফেসবুক পোস্টে বলেছেন, সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তিনি প্রথমে একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে চিনলেও, প্রকৃত অর্থে তাকে চিনেছেন সেইদিন, যেদিন তিনি পুলিশি হামলার মুখে বুক চিতিয়ে নিজ দলের এক কর্মীকে রক্ষা করেছিলেন। সেদিন থেকেই ইশরাক তার কাছে একজন সাহসী ও আত্মবিশ্বাসী রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

সারজিসের ভাষায়, ইশরাক হোসেনের চিন্তাভাবনা গতানুগতিক রাজনীতিকদের মতো নয়। তিনি অনেক সময় দলের নির্ধারিত অবস্থানের বাইরে গিয়েও অকপটে সত্য প্রকাশ করেছেন। বিশেষ করে, তরুণ প্রজন্মের রাজনীতিকদের মধ্যে যাদের থেকে জাতি ভিন্ন কিছু আশা করে, তাদের মধ্যে ইশরাক অন্যতম।

পোস্টে সারজিস স্পষ্ট করে বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ— এই বক্তব্য বারবার বিএনপির পক্ষ থেকেও এসেছে। সেই প্রেক্ষাপটে যদি ইশরাক হোসেন অবৈধ ঘোষিত সেই নির্বাচনে মেয়র হিসেবে দায়িত্ব নেন, তাহলে তা নির্বাচনগুলোর বৈধতা স্বীকার করার শামিল হবে। তার মতে, শুধুমাত্র সাময়িক সুবিধা ভোগের আশায় মেয়র পদে বসা ইশরাকের রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, “ইশরাক ভাই নিজ যোগ্যতায় একে একে মাইলফলক অর্জন করতে পারবেন। তার যে জনপ্রিয়তা আছে, তা দিয়ে তিনি বৈধতা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারেন। তবে এই জনপ্রিয়তাকে যদি অপরাধমূলক বা প্রশ্নবিদ্ধ প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাহলে তা তার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।”

সারজিস অভিযোগ করেন, ইশরাকের স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি ব্যক্তিগত আক্রমণ, গালিগালাজ এবং পরিবার নিয়ে অশোভন মন্তব্য করা হয়েছে, যা কখনোই রাজনৈতিক শিষ্টাচার সমর্থন করে না। পরোক্ষভাবে এর দায় ইশরাক হোসেনের উপর বর্তায় বলেও মন্তব্য করেন তিনি।

সারজিসের মতে, যারা আগামী প্রজন্মের রাজনীতিকে পথ দেখাবে বলে মনে করা হয়, তারা যদি নিজেদের জনপ্রিয়তা কিংবা প্রভাবকে প্রশ্নবিদ্ধ নির্বাচনের বৈধতা দিতে ব্যবহার করে, তবে তা শুধু ব্যক্তিগত নয়, বরং ঐতিহাসিক রাজনৈতিক দায় হয়ে থাকবে। সেই দায়ভার ইশরাক হোসেন বহন করবেন কিনা, সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।

তিনি বলেন, “আমরা ইশরাক ভাইয়ের কাছে যেই উচ্চতায় নৈতিক অবস্থান প্রত্যাশা করি, ক্ষমতার সাথে আপোষ করে সেই অবস্থান হারানো উচিত নয়। রাজনৈতিক জীবনের শুরুতেই নীতির সাথে আপোষ সাদেক হোসেন খোকার উত্তরসূরীর মানায় না, ইশরাক ভাইয়ের মানায় না।”

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হামজাদের সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সময় পেছাল May 24, 2025
img
পাক-ভারত উত্তেজনার পর ৪ দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শাহবাজ May 24, 2025
img
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২ May 24, 2025
img
সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি বিষয়ে রোডম্যাপ ঘোষণা অনিবার্য : জামায়াত আমির May 24, 2025
img
‘চলে যাওয়ার কথা ভেবেছিলাম’ May 24, 2025
img
ইপিএল নিশ্চিত করতে আজ রাতে মাঠে নামছে হামজার দল May 24, 2025
img
'তাণ্ডবে' নতুনভাবে আসছেন শাকিব খান: জয়া আহসান May 24, 2025
img
যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন May 24, 2025
img
যুক্তরাজ্যের ‘দ্য টেলিগ্রাফ’র মালিকানা এবার যুক্তরাষ্ট্রের হাতে May 24, 2025
img
নওগাঁয় টানা বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে পাকা বোরো ধান, শঙ্কায় কৃষক May 24, 2025
img
মেসির চুক্তিতে লুকিয়ে আছে কোটি কোটি ডলার! May 24, 2025
বদ নজর থেকে বাচার দোয়া May 24, 2025
img
আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি-জামায়াতের বৈঠক May 24, 2025
১৭ বছর দিল্লির গোলামি করার সময় সেনাবাহিনী কই ছিল- প্রশ্ন ফুয়াদের May 24, 2025
img
সৌম্যকে ছাড়িয়ে সর্বোচ্চ ডাক এখন সাকিবের দখলে May 24, 2025
img
পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশে নিয়ন্ত্রণ, সমালোচনার ঝড় May 24, 2025
img
অর্থবহ আলাপ-আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব: জামায়াত আমির May 24, 2025
img
দ্বিতীয় বারের মতো সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি May 24, 2025
img
রসুন দিয়ে ঘরোয়া উপায়ে রাখুন শরীর সুস্থ May 24, 2025
img
আজ পর্দা নামবে কান উৎসবের May 24, 2025