বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা আজ নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।
এই আন্দোলনকে ‘গায়ের জোর’ বলে অ্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি এ নিয়ে আজ সোমবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন।
ওই পোস্টে নুর বলেন, ‘তোমরা দল বানাতে হিযবুত তাহরীর, জঙ্গি কার্যক্রমে অভিযুক্ত এজাজকে উত্তরে মেয়র হিসেবে বসাতে পারবা আর ইশরাক যৌক্তিকভাবে বসতে চাইলে গায়ের জোর?’
চার দিন ধরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করছেন ইশরাকের সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি চলছে।
আন্দোলনকারীরা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
টিকে/টিএ