ডামি নির্বাচনের অভিযোগ, শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে টাঙ্গাইলে মামলা

২০২৪ সালে ডামি নির্বাচনের আয়োজন এবং ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩ জনের নামে মামলা হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভূঞাপুর থানা আমলী আদালতে বিএনপি নেতা কামরুল হাসান মামলাটি দায়ের করেন। পরে ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজাম মামলাটি আমলে নিয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।

মামলার বাদী কামরুল হাসান (৫৫) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের মৃত মমতাজ উদ্দিন আহমেদের ছেলে এবং অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আদালত সূত্র জানায়, মামলায় ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০–২০০ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুল আওয়াল, তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলামসহ পুলিশ ও প্রিজাইডিং অফিসার, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকদের নাম।

বাদী মামলায় উল্লেখ করেন, ভারতের নির্দেশক্রমে শেখ হাসিনা অন্যান্য আসামিদের সাথে যোগসাজশ করে বিগত ২০২৪ সালের ৭ জানুয়ারি একটি ডামি নির্বাচনের আয়োজন করেন। বাদী কামরুল হাসান ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের ভারই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন। তিনি অন্যান্য ভোটারদের সঙ্গে ওই কেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। আসামিরা তাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। নির্বাচনে পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে। এভাবে অন্যের ভোট চুরি করে টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে এমপি পদে নির্বাচিত করা হয়। এতে দেশ ও জনগণের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

বাদীপক্ষের আইনজীবী, টাঙ্গাইল বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রায়হান খান বলেন, শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৯৩ জনের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে ভূঞাপুর থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশে যাত্রা শুরু স্টারলিংকের, মাসে ৬ হাজার টাকায় মিলবে ইন্টারনেট May 20, 2025
img
কানের লাল গালিচায় সবুজ রেশমি শাড়িতে মোহময় শর্মিলা, শুভ্রতায় সিমি May 20, 2025
img
‘অপারেশন সিঁদুর’ ঘিরে ভিকি বনাম অক্ষয়! মুখ খুললেন টুইঙ্কল May 20, 2025
img
পেলে-ম্যারাডোনাকে ছাড়িয়ে মেসি সর্বকালের সেরা ফুটবলার, চতুর্থ স্থানে রোনালদো May 20, 2025
img
পাকিস্তানি তারকার সঙ্গে কাজ করায় বিতর্কে ঋদ্ধি May 20, 2025
img
আজ দুপুরে যৌথসভা ডেকেছে বিএনপি May 20, 2025
img
নুসরাত ফারিয়ার সঙ্গে যা হচ্ছে, তা স্রেফ প্রহসন: সিয়াম May 20, 2025
img
মুজিব সিনেমায় আরও যারা অভিনয় করেছিলেন May 20, 2025
img
আজ ২০ মে বিশ্ব মৌমাছি দিবস May 20, 2025
img
গরমে পিপাসার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের May 20, 2025
img
বাফুফের নতুন সিদ্ধান্তে বড় অঙ্কের সাশ্রয় May 20, 2025
img
পাক সেনা অভিযানে নিহত ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ May 20, 2025
img
মুন্সীগঞ্জে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী May 20, 2025
img
লিবিয়ায় হাসপাতালের হিমঘর থেকে উদ্ধার হলো ৫৮ অজ্ঞাত মরদেহ May 20, 2025
img
পরাজয়ে ম্লান তামিমের ‘দ্রুততম’ ফিফটি May 20, 2025
img
দুর্নীতির অভিযোগে আইসিসি’র প্রধান কৌঁসুলি করিম খান ছুটিতে May 20, 2025
img
ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন May 20, 2025
img
ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়াতে রিট শুনানি আজ May 20, 2025
img
এবারও হাট কাঁপাতে আসছে ‘মানিক’ May 20, 2025
img
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে May 20, 2025