অনুমোদন না থাকায় জামালপুরের মেলান্দহে দুটি ইটভাটাকে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ইটভাটা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এতে মেলান্দহ উপজেলার মাহমুদপুরের বিসমিল্লাহ ব্রিকসের মালিককে দুই লাখ টাকা জরিমানা করে ট্রিকস ও মেলান্দহ পৌর এলাকার মুন্না ব্রিকসটি গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরসী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নানা অনিয়মের অভিযোগে এসব ইটভাটার ছাড়পত্র বাতিল করে পরিবেশ অধিদপ্তর। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার মাহমুদপুরের বিসমিল্লাহ ব্রিকসের মালিককে দুই লাখ টাকা জরিমানা করে চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং মেলান্দহ পৌর এলাকার মুন্না ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরসী বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটা দুটি চলছিল। অভিযান চালিয়ে দুটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বিসমিল্লাহ ব্রিকস নামে একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
এফপি/ টিএ