‘ভারতের নিশানার মধ্যে পুরো পাকিস্তান’

ভারতের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি’কুনহা দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে।

পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার (১৯ মে) এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি’কুনহা দাবি করেন, “পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায়। ওরা যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখাওয়া-তে সরিয়েও নেয়, তাহলেও ওদের অতল গহ্বরে আশ্রয় নিতে হবে।”

জেনারেল ডি’কুনহা বলেন, “ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত হানা সম্ভব। সীমান্ত হোক বা দেশের (ভারতের) অভ্যন্তর থেকে—ভারত যেকোনও জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত।”

ডি’কুনহা দাবি করেন, “আমাদের প্রধান কাজ হলো দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করা। শত্রুপক্ষ যেসব হামলা চালাতে চেয়েছিল জনবসতিপূর্ণ অঞ্চল বা সেনানিবাসের ওপর—সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলা আমাদের বড় অর্জন।”

তিনি আরও দাবি করেন, সেনানিবাসে বহু সেনা, অফিসার ও তাদের পরিবার থাকেন। ড্রোন হামলার আশঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন। এই অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সেনা, তাদের পরিবার এবং গোটা দেশ গর্বিত।

প্রসঙ্গত, গত ৬ ও ৭ মে রাতে ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। জবাবে পাকিস্তান দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানায়। এই পাল্টা হামলায় পাকিস্তানের বিমানবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। যার মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট। এছাড়া অন্য দুটি মিগ-২৯ এবং এসইউ-৩০ যুদ্ধবিমান।

এছাড়া ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেটও ভূপাতিত করেছিল পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেন। এতে করে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়ায় ৬টিতে।

গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিশ্চিত করেন— পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) কাশ্মীরের পামপুর এলাকায় গত ৬-৭ মে রাতে ভারতের আরেকটি যুদ্ধবিমান — মিরাজ ২০০০ — ভূপাতিত করেছিল। এ নিয়ে মোট ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করার কথা জানায় পাকিস্তান।

উল্লেখ্য, টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।

উভয়পক্ষের নানা প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মাঝে উত্তেজনার পারদও কমে এসেছে অনেকটাই।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না : ডিএমপি May 20, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি May 20, 2025
img
দেশে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন May 20, 2025
img
এনবিআর দুই বিভাগে ভাগ করাই থাকবে : অর্থ উপদেষ্টা May 20, 2025
img
দুদকের তলবে সাড়া দিলেন না স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও তুহিন ও মাহমুদুল May 20, 2025
img
'মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম', কারামুক্ত হওয়ার পর নুসরাত ফারিয়া May 20, 2025
ডায়াবেটিসের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য! May 20, 2025
img
সারা দেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৬০৫ জন May 20, 2025
img
রানি মুখার্জিকে ফিরিয়ে দিয়েছিলেন আমির, কারণ কী? May 20, 2025
img
অবশেষে গেজেটেড হলেন ৪৩তম বিসিএসের ১৬২ জন May 20, 2025
নবীজীর শিক্ষাদানের ৫টি কৌশল | ইসলামিক টিপস May 20, 2025
বিয়ের প্রলোভনে ৭ মাস, আবারো ধরা পড়লেন নোবেল May 20, 2025
গোল্ডেন টেম্পলে হামলাঃ নতুন সংকটে ভারত-পাকিস্তান! May 20, 2025
বিএনপিপন্থি মুক্তিযোদ্ধা দলের সভাপতি আ. লীগ নেতা! May 20, 2025
img
লুটপাট চূড়ান্ত করতে ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না : দুদু May 20, 2025
img
নাটোরে আম পাড়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ May 20, 2025
img
সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: রাকিব May 20, 2025
মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা অর্থ উপদেষ্টার May 20, 2025
img
প্রকাশ্যে এল ‘টগর’-এর প্রথম পোস্টার May 20, 2025
img
বাবরের পাশে দাঁড়ালেন শেহজাদ May 20, 2025