যে কোনো পেশায় প্রয়োজনীয় প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। কিন্তু বলিউডে নেই। এখানে অশিক্ষিতরাই বেশি সুযোগ পাচ্ছে। এমনই এক বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা এ মন্তব্য করেন।
নওয়াজ বলেন, প্রশিক্ষণ ছাড়াই কাজ পেয়ে যাওয়ার ঘটনা একমাত্র বলিউডে ঘটে। তার মতে, ‘এটা একমাত্র আমাদের এখানেই হয়। অন্য সমস্ত ইন্ডাস্ট্রিতে পেশাদার এবং প্রশিক্ষিত অভিনেতাদের প্রয়োজন হয়। না হলে তাদের ঢুকতেই দেওয়া হয় না।
নওয়াজ মনে করেন, এই কারণেই অস্তিত্বের সঙ্কট গ্রাস করে অভিনেতাদের। বন্ধুত্ব বা একনিষ্ঠা নেই বলেই বলিউডে কোনো ঐক্য নেই।
অভিনেতা জানান, বলিউডে তার কোনো বন্ধু নেই। তিনি বিশ্বাস করেন এই দুনিয়ায় কেউ কখনো বন্ধু হয় না। বেশির ভাগ বন্ধুত্বই ভুয়া। তিনি বলেন, আজ যিনি পাশে রয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাবেন, অন্য কেউ আসবেন। এটা একেবারেই প্রয়োজন এবং স্বার্থের সম্পর্ক।
অভিনেতা দাবি করেন, তার জীবনে যে কয়েকজন বন্ধু রয়েছেন, তারা সকলেই তার ছোটবেলার।
বলিউডের ‘বাইরের লোক’ হিসাবেই পরিচিত নওয়াজ। তিনিও যে পরোক্ষে স্বজনপোষণকেই বিঁধলেন তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এর আগে এই স্বজনপোষণের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন কঙ্গনা, আলিয়া ভাট থেকে সিদ্ধার্থ মলহোত্র— সকলেই। প্রতিভার দৌলতে নাকি পরিবারতন্ত্রের জোরে কাজ পেয়েছেন, তা নিয়ে হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এই তালিকায় সর্বশেষ সংযোজন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এবং শ্রীদেবীর ছোটমেয়ে খুশি কাপুর।
আরএম/এসএন