বিকেল ৪ টায় ইশরাকের মেয়র পদ নিয়ে পরবর্তী শুনানি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের ওপর পরবর্তী শুনানির জন্য বিকেল ৪টা ১০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ সময় নির্ধারণ করেন।

এর আগে দুপুর ১টায় শুনানি শুরু হয়। চলে প্রায় ২টা পর্যন্ত। এরপর আদালত পরবর্তী শুনানির জন্য বিকেল ৪টা ১০ মিনিট নির্ধারণ করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের ফলের গেজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস।

সেই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক পান দুই লাখ ৩৬ হাজার ভোট। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

ছাত্র আন্দোলনের পর গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।

এর মধ্যে গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এ রায় পাওয়ার পর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এদিকে গেজেট প্রকাশের দিন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।

তখন ওই দুই ব্যক্তির আইনজীবী বলেন, যথাযথ প্রক্রিয়া না মেনে দ্রুত রায়টি দেওয়া হয়েছে। আমরা মনে করেছিলাম, ইসি এই আদেশকে চ্যালঞ্জ করবে। চ্যালেঞ্জ করল না। আবার খবরে দেখলাম, আইন উপদেষ্টা বলছিলেন, আইন মন্ত্রণালয়ের যে মতামত চাওয়া হয়েছিল, সেজন্য অপেক্ষা না করে এই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারেন না যে আদেশের কোনো কার্যকারিতা নাই। এখানে টার্ম শেষ হয়ে গেছে। অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য করে দেওয়া হয়েছে।

পরে মামুনুর রশিদ হাইকোর্টে রিট করেন। রিটে ২৭ মার্চের রায় এবং ২৭ এপ্রিলের গেজেট কেন বেআইনি হবে না এবং ইশরাক হোসেনের শপথ পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন ব্লকেড কর্মসূচিতে নেমেছেন তার সমর্থকরা। গত কয়েকদিন ধরে এ নিয়ে তারা কর্মসূচি পালন করে আসছেন।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম May 22, 2025
img
নাহিদ ইসলামের প্রশংসা করলেন ইশরাক হোসেন May 22, 2025
img
আরও এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করল ভারত May 22, 2025
img
মুন্সীগঞ্জে লঞ্চে দুই তরুণীকে মারধোর : সেই যুবকের জামিন নামঞ্জুর May 22, 2025
কেন আন্দোলনে পল্লী বিদ্যুতের কর্মচারীরা? May 22, 2025
ঈদে মেয়ের জন্য একরকম বাজেট ছেলের জন্য আরেক রকম May 22, 2025
img
'বিচার বিভাগের প্রধান জায়গাগুলো বিএনপি'র দখলে থাকায় জুলাই গণহত্যার বিচার অনিশ্চিত' May 22, 2025
img
সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী কখনও যুক্ত হবে না: সেনাপ্রধান May 22, 2025
img
ছাত্রদলের ১৪ নেতার সাংগঠনিক পদ স্থগিত May 22, 2025
img
আমিরাতের কাছে লজ্জার সিরিজ হার বাংলাদেশের May 22, 2025
img
দাবি না মানা পর্যন্ত এখানে অবস্থান করবো: ইশরাক May 22, 2025
বিশ্বের সবচেয়ে বড় অভিশপ্ত বই শয়তানের বাইবেল May 22, 2025
চীন আবারও প্রযুক্তির দুনিয়ায় চমক দেখিয়েছে May 22, 2025
ট্রান্সজেন্ডারদের কেউ ওউন করে? May 22, 2025
img
শাহবাগ-দোয়েল চত্বরের সড়ক বন্ধ থাকছে দুদিন May 22, 2025
img
সোফির সঙ্গে সংসার পাতার জন্য ৬৯ কোটির অ্যাপার্টমেন্ট কিনলেন ধাওয়ান May 22, 2025
ড্রাইভিং লাইসেন্স পেতে খুলতে হচ্ছে হিজাব : ভারতীয় কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ May 22, 2025
img
মুস্তাফিজদের দিল্লিকে বিদায় করে প্লে-অফে মুম্বাই May 22, 2025
img
অটোচালককে মারধরের পর থুতু চাটালেন সাবেক ছাত্রদল নেতা May 22, 2025
ইরানে গোয়েন্দা জালে চরম বিপদে নেতানিয়াহু সরকার May 22, 2025