বিকেল ৪ টায় ইশরাকের মেয়র পদ নিয়ে পরবর্তী শুনানি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের ওপর পরবর্তী শুনানির জন্য বিকেল ৪টা ১০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ সময় নির্ধারণ করেন।

এর আগে দুপুর ১টায় শুনানি শুরু হয়। চলে প্রায় ২টা পর্যন্ত। এরপর আদালত পরবর্তী শুনানির জন্য বিকেল ৪টা ১০ মিনিট নির্ধারণ করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের ফলের গেজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস।

সেই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক পান দুই লাখ ৩৬ হাজার ভোট। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

ছাত্র আন্দোলনের পর গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।

এর মধ্যে গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এ রায় পাওয়ার পর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এদিকে গেজেট প্রকাশের দিন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।

তখন ওই দুই ব্যক্তির আইনজীবী বলেন, যথাযথ প্রক্রিয়া না মেনে দ্রুত রায়টি দেওয়া হয়েছে। আমরা মনে করেছিলাম, ইসি এই আদেশকে চ্যালঞ্জ করবে। চ্যালেঞ্জ করল না। আবার খবরে দেখলাম, আইন উপদেষ্টা বলছিলেন, আইন মন্ত্রণালয়ের যে মতামত চাওয়া হয়েছিল, সেজন্য অপেক্ষা না করে এই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারেন না যে আদেশের কোনো কার্যকারিতা নাই। এখানে টার্ম শেষ হয়ে গেছে। অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য করে দেওয়া হয়েছে।

পরে মামুনুর রশিদ হাইকোর্টে রিট করেন। রিটে ২৭ মার্চের রায় এবং ২৭ এপ্রিলের গেজেট কেন বেআইনি হবে না এবং ইশরাক হোসেনের শপথ পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন ব্লকেড কর্মসূচিতে নেমেছেন তার সমর্থকরা। গত কয়েকদিন ধরে এ নিয়ে তারা কর্মসূচি পালন করে আসছেন।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

ভয়াবহ একটি গুনাহ Aug 16, 2025
ভালো সন্তান পেতে নবীরা যে দোয়া করতেন Aug 16, 2025
img
যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন Aug 16, 2025
img
হিরো আলমের দাবি, রিয়া মনি ভুয়া তালাক দিয়েছে Aug 16, 2025
img
মাথার ওপর যুক্তরাষ্ট্রের বি-২ বিমান, হঠাৎ চমকে উঠলেন ট্রাম্প Aug 16, 2025
img
আমি থাকাকালে চীন তাইওয়ানে হামলা করবে না : ট্রাম্প Aug 16, 2025
img
১০ ঘণ্টা পরও নিয়ন্ত্রনে আসেনি চট্টগ্রামে ঝুট গুদাম-প্লাস্টিক কারখানার আগুন Aug 16, 2025
img
কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 16, 2025
img
বিশ্ববাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম Aug 16, 2025
img
ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার Aug 16, 2025
img
দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তার রহস্য, জানেন না দেব নিজেও Aug 16, 2025
img
কোচিং সেন্টার থেকে বিপুল অস্ত্র-বিস্ফোরক উদ্ধার, ঘিরে রেখেছে সেনাবাহিনী Aug 16, 2025
img
ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় গ্রেপ্তার ৫ Aug 16, 2025
img
একটি রাজা ইলিশের দাম সাড়ে ১৪ হাজার টাকা Aug 16, 2025
img
শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না : অ্যাটর্নি জেনারেল Aug 16, 2025
img
শেখ মুজিবের স্মরণে টাকা দিয়ে পোস্ট করিয়েছেন শাওন! যা বললেন সংশ্লিষ্ট তারকারা Aug 16, 2025
img
৩ বছর আগে ট্রাম্প ক্ষমতায় থাকলে যুদ্ধ হতো না: পুতিন Aug 16, 2025
img
টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে তারকাদের পোস্ট? জানা গেল আসল সত্য Aug 16, 2025
img
'কোহলি-রোহিতের অবসরে দায়ী বিসিসিআইয়ের ‘অভ্যন্তরীণ রাজনীতি’' Aug 16, 2025
img
ফুল আর দুধ ঢেলে শুভশ্রীর পূজো করলেন ভক্তরা Aug 16, 2025