এখনও দর্শক মনে সতেজ ‘হেরা ফেরি’। দীর্ঘ অনেক বছর পর যখন ফ্র্যাঞ্চাইজিটির নতুন ছবি আসার ঘোষণা এল ভীষণ খুশি হয়েছিলেন সিনেপ্রেমীরা। পর্দায় অপেক্ষায় ছিলেন অক্ষয়, পরেশ এবং সুনীলের জুটি দেখার। কিন্তু অপ্রত্যাশিতভাবে ‘হেরা ফেরি ৩’ এর কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ছবিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পরেশ রাওয়াল।
বিষয়টিকে অপেশাদার দাবি করে এবার তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির প্রযোজক ও অভিনেতা অক্ষয় কুমার।
গত ১৬ মে ‘বলিউড হাঙ্গামা’ জানায়, পরিচালকের সঙ্গে ক্রিয়েটিভ ডিফারেন্স থাকার কারণে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরেশ জানান, সৃজনশীল মতবিরোধের জন্য তিনি ছবি থেকে সরে দাঁড়াননি। পরিচালকের প্রতি অগাধ, ভালোবাসা শ্রদ্ধা জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
মাঝপথে সিনেমা ছেড়ে দেওয়ায় পরেশের বিরুদ্ধে এবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয় কুমার। গোটা ব্যাপারটিকে অভিনেতার ‘অপেশাদার’ মনোভাব বলে উল্লেখ করে ইতিমধ্যে পরেশ রাওয়ালকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, পরেশকে ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
সেই নোটিশে আরও জানানো হয়েছে, পরেশ রাওয়াল যদি সিনেমাটি না করতে চাইতেন তাহলে চুক্তিতে সই করার আগে অথবা পারিশ্রমিক গ্রহণ করার আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল।
প্রযোজকের টাকা ব্যয় করার আগে তিনি যদি জানিয়ে দিতেন তাহলে এত ক্ষতি হতো না। বলিউড অভিনেতাদের বুঝতে হবে হলিউড প্রযোজকদের মতো বলিউড প্রযোজকরাও অভিনেতাদের ইচ্ছেমতো সিনেমা ছেড়ে বেরিয়ে যাওয়ার ব্যাপারটি মেনে নেবেন না।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম অক্ষয় কুমার কোনো সহ অভিনেতার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এর আগেও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘ও মাই গড ২’ ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন পরেশ। শুধু তাই নয়, ‘বিল্লু’ ছবিতে কাজ করার প্রতিশ্রুতি দেওয়ার পরেও ছবি ছেড়ে বেরিয়ে যান তিনি।
আরআর/এসএন