যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৫’ এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় বরিশালকে হারিয়ে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।
আজ মঙ্গলবার (২০ মে) সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হয় ম্যাচটি।
বরিশাল প্রথমবারের ন্যায় ফাইনালে উঠলেও, রংপুরের সামনে ছিলো টানা চতুর্থবারের মতো চ্যাম্পিনয় হওয়ার হাতছানি। বৃষ্টিস্নাত ফাইনাল ম্যাচের প্রথমার্ধ ছিলো গোল শূন্য। দুই পক্ষের লড়াকু ফুটবল নৈপুণ্যে বৃষ্টির মধ্যেও জমে ওঠে ফাইনাল ম্যাচ। খেলার দ্বিতীয়ার্ধে রংপুর বিভাগের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিক রহমানের দুর্দান্ত শটে কাঙ্খিত গোলের দেখা পায় রংপুর। বরিশাল, রংপুরের রক্ষণভাগকে বারবার ব্যস্ত রাখলেও কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করায় অবশেষে ম্যাচ থেকে ছিটকে পড়ে বরিশাল। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা ওঠে রংপুর বিভাগের হাতে এবং রানার্সআপ হয় বরিশাল বিভাগ।
টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন মোঃ মোস্তফা জামান, পরিচালক (যুগ্মসচিব), ক্রীড়া পরিদপ্তর। এছাড়াও, উপস্থিত ছিলেন মোঃ আজিম হোসেন, সহকারী পরিচালক, ক্রীড়া পরিদপ্তর।
উল্লেখ্য, ১৬ মে, ঢাকা ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচের মধ্যদিয়ে ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৫’ এর জাতীয় পর্যায়ের খেলা শুরু হয়। ১৮ মে, দুপুর ২:০০টায় শুরু হওয়া প্রথম সেমিফাইনালে বরিশাল ও খুলনার গোলশূন্য ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-১ গোলে জয় পায় বরিশাল বিভাগ। একইদিনে ৩:৩০ টায় দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ বনাম রংপুরের ম্যাচে ১-২ গোলে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে রংপুর বিভাগ।
ফাইনাল খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হোন রংপুর বিভাগের আশিক রহমান। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হোন রংপুর বিভাগের হাসিব মিয়া। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হোন রংপুরের রোমান। সেরা গোলরক্ষক নির্বাচিত হোন বরিশাল বিভাগের আল রাদিত।
টিএ/