বিদেশে পেশাগত সার্টিফিকেট কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য কোর্স ফি পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এ ধরনের কোর্সের ফি পাঠাতে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।
মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়, পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ফি পাঠানোর জন্য অনুমোদিত ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদন দেয়া হয়েছে। তবে রেমিট্যান্স পাঠানোর আগে ব্যাংকগুলোকে শিক্ষার্থীর ঘোষণাপত্র, পরীক্ষার ফি-সংক্রান্ত চালান বা নোটিশ যাচাই করতে হবে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংক ও-লেভেল, এ-লেভেল, টোফেল ও এসএটির মতো আন্তর্জাতিক পরীক্ষার ফি দেশে অনুমোদিত পরীক্ষা কেন্দ্র থেকে টাকায় সংগ্রহ এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর সুযোগ করে দেয়। ওইসব ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন প্রয়োজন হত না।
এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের জন্য বিদেশে কোর্স ফি পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব বৈধ বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।