জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে কর্মসূচি পালন করছেন ঢাকার এনবিআরসহ সারা দেশের শুল্ক, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।
অধ্যাদেশ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (২১ মে) সকাল ৯টা থেকে ঢাকার এনবিআরের নীচ তলায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের পরবর্তী কার্যক্রম কী হবে তা নিয়ে দুপুরে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার (২০ মে) অর্থ উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। তবে সেই বৈঠক ফলপ্রসূ না হওয়ার দাবি করেছে সংগঠনটি।
আরআর/টিএ