বাংলাদেশে স্বর্ণ আমদানি ও বিপণনে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের জন্য স্বর্ণ পরীক্ষার মান নির্ধারণ ও সনদপত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (২১ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ সালের ৬৭ নং আইনের ২১ উপধারা অনুযায়ী এবং শিল্প মন্ত্রণালয়ের এসআরও নং ২৬৩-আইন/২০২১ জারির মাধ্যমে, “Gold and Gold alloys – Grades and Marking” শীর্ষক পণ্যটি এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে।
এতে আরও বলা হয়, এই নিয়ম অনুসারে, বাংলাদেশের বাজারে বিক্রি কিংবা আমদানিকৃত স্বর্ণ ও স্বর্ণের মিশ্র ধাতুকে অবশ্যই বাংলাদেশ মান “ বিডিএস ১৫১৫:২০২১” অনুসারে পরীক্ষা করাতে হবে এবং বিএসটিআই থেকে পরীক্ষার সনদপত্র ও মানচিহ্ন (মার্কিং) নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের নমুনা পরীক্ষার জন্য পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একজন আবেদনকারী প্রতিদিন সর্বোচ্চ এক সেট নমুনা পরীক্ষার জন্য জমা দিতে পারবেন এবং পরীক্ষার প্রতিবেদন পাবেন এক কার্যদিবসের মধ্যে।
আরএম/এসএন