ছাত্র জনতার ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ মে) বিকেল ৩টায় তাকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আইভীন আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তাড়াশ আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শিউলী খাতুন জানান, সাবেক এমপি আব্দুল আজিজ এর পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন পুলিশ। তবে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেওয়া ছাত্রদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, সাবেক এমপি আব্দুল আজিজের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা, পিস্তল, রড ও ককটেল ব্যবহার করে এ হামলা চালায়। এতে সমন্বয়কারী সাব্বির খন্দকারসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় আহত ছাত্র সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। সেই মামলাতেই সাবেক এমপি আব্দুল আজিজে আসামি করা হয়।
এর আগে গত ৮ এপ্রিল রাত ৮টায় ডা. আব্দুল আজিজ হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন। কারামুক্তির পর তাকে জেলা কারাগার চত্বরে মারধর করে ছাত্র-জনতা। এরপর ৯ এপ্রিল দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসএন