অটোচালককে মারধরের পর থুতু চাটালেন সাবেক ছাত্রদল নেতা

মানিকগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে মারধরের শিকার হয়েছেন অটোচালক মো. অন্তর মিয়া (৩৩)। এ সময় তাঁকে প্রকাশ্যে থুতু চাটান ছাত্রদলের সাবেক নেতা মো. নবীন (৩৫)। এ ঘটনায় আহত সিএনজিচালক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।গত সোমবার (১৯ মে) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাবেক ছাত্রদল নেতা নবীনের ব্যক্তিগত অফিসে এই ঘটনা ঘটে।
 
আহত অন্তর মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামের বাবু মিয়ার ছেলে। তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে সিএনজি চালান।

অভিযুক্ত নবীন যুবদল নেতা পরিচয় দিলেও তাঁর যুবদলের কোনো পদ নেই বলে দাবি করেছেন জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পটপরিবর্তনের পর থেকে বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনের একাংশ (সিএনজি স্ট্যান্ড) নিয়ন্ত্রণ করছেন তিনি। তাঁর নিয়ন্ত্রণের অংশ হিসেবে পরিবহন থেকে চাঁদা আদায়, পরিবহনের সিরিয়াল বাণিজ্য ও পরিবহন সংগঠনের নামে জিপি আদায় করা হয়। তাঁর এই কাজের জন্য তিনি গড়ে তুলেছেন শক্তিশালী বাহিনী।

জানা গেছে, ১০ হাজার টাকা চাঁদার দাবিতে দীর্ঘদিন ধরে সিএনজিচালক অন্তরকে চাপ দিয়ে আসছিলেন নবীন। ১৮ মে তাঁকে ফোন দিয়ে পরদিন সকাল ১০টার ভেতর চাঁদার টাকা নিয়ে তাঁর ব্যক্তিগত অফিসে আসতে বলেন। পরদিন সময়মতো চাঁদার টাকা নিয়ে উপস্থিত না হওয়ায় তাঁকে আবার ফোন দিয়ে গালিগালাজ করা হয় এবং সিএনজিমালিককে সঙ্গে নিয়ে অফিসে দেখা করতে বলেন।
 
দুপুর দেড়টার সময় অটোমালিকসহ চালক অন্তর নবীনের অফিসে উপস্থিত হন। ঠিক সময়ে অনুপস্থিত ও চাঁদার টাকা না নেওয়ায় নবীন ও তাঁর অনুসারীরা চালক অন্তরকে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে থুতু ফেলে অন্তরকে দিয়ে তা চাটান। এরপর পানি দিয়ে গিলে খাওয়ান।

ভুক্তভোগী অটোচালক অন্তর মিয়া সাংবাদিকদের বলেন, ‘মাঝেমধ্যেই আমার কাছে চাঁদার টাকা দাবি করে। আমি গরিব মানুষ। ভাড়ায় গাড়ি চালাই। অনেকবার তাঁরে আমি বলছি ভাই আমার পক্ষে এত টাকা একসঙ্গে দেওয়া সম্ভব না। তিনি আমাকে তাঁর অফিসে ডেকে নিয়ে লোকজনের সামনে রড দিয়ে হাত বেঁধে পেটান। আমার মালিক তাঁর কাছে আমার হয়ে মাফ চাইছে, চাঁদার টাকাও দিতে রাজি হইছে, তারপরেও মাইর থামান নাই। আরেকজনের মুখের থুতু আমারে খাওয়াইছে সবার সামনে। মানুষের মধ্যে কি কোনো দয়ামায়া নাই? আড়াই ঘণ্টা পর আমাকে সেখান থেকে ছাড়লে আমার মালিক হাসপাতালে ভর্তি করে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী অটোমালিক ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ‘আয়নাঘরের মতো অবস্থা সেখানে। আমার ড্রাইভারকে দুই ঘণ্টা ধরে বেধড়ক মারধর করেছে। তাদের হাত-পা ধরে মাফ চাইছি, বলছি, আর আমি ব্যবসা করব না ওরে ছাইড়া দেন। কেউ আমার কোনো কথা শোনে নাই, রড দিয়া বেধড়ক মারছে। এরচেয়েও নৃশংস ছিল অন্যের মুখের থুতু চেটে খাওয়ানো। এখনো বিষয়টা মনে পড়লে আমার গা শিউরে ওঠে। আমি গ্রামের মানুষ। ব্যবসা করে খাই। তাদের ওই নৃশংসতার ভয়ে থানা-পুলিশ করতে পারি নাই।’

অভিযোগের বিষয় অস্বীকার করে মো. নবীন সাংবাদিকদের জানান, পরিবহনের সিরিয়াল নিয়ে অন্য চালকদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব সমাধানের জন্য তাঁকে অফিসে ডাকা হয়। পরে বিষয়টা মিটমাট হয়েছে।পরিবহন নেতা না হয়ে ঝামেলা সমাধানে কেন তাঁকে অফিসে ডাকা হলো—জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদন কায়সার বলেন, ‘দল থেকে আমাদের নির্দেশনা দেওয়া আছে—কোথাও কোনো ধরনের অনিয়ম আমাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনার সত্যতা যাচাই করে প্রমাণিত হলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেব।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন কচি বলেন, ‘বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আচরণ যদি এমন হয়, তা খুবই দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা সবাই ভুক্তভোগীর পাশে দাঁড়াতে চাই। তার আইনগত সহায়তা নিশ্চিতের জন্য আমরা সবাই তার পাশে থাকব।’

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমরা এ-সম্পর্কিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আয়ারল্যান্ডকে ১১৭ রানে অলআউট করল বাংলাদেশ Dec 02, 2025
img

জয়া আহসান

ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি Dec 02, 2025
img
এলপিজি গ্যাসের দাম বাড়ল ৩৮ টাকা Dec 02, 2025
img
৭ ডিসেম্বরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল Dec 02, 2025
img
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি করবে, খুবই আশাবাদী যুক্তরাষ্ট্র Dec 02, 2025
img
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ভুয়া শিক্ষার্থী আটক Dec 02, 2025
img
বাড়িভাড়া নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা করতে হাইকোর্টের রুল Dec 02, 2025
img
ফিফা আরব কাপে কাতারকে ১–০ গোলে হারিয়েছে ফিলিস্তিন Dec 02, 2025
img
এবার লটারিতে ৫২৭ থানার ওসি পদায়ন Dec 02, 2025
img
ঝাড়গ্রামের দুই অভিনেত্রী আবার মিলিত মঞ্চে Dec 02, 2025
img
খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিল এসএসএফ ও পিজিআর Dec 02, 2025
img
ক্যাব চালকের হাতে হেনস্তার শিকার অভিনেত্রী সুদীপা Dec 02, 2025
img
মেয়েকে নিয়ে সিদ্ধার্থের আবেগঘন বার্তা Dec 02, 2025
img
বৈষম্য নিরসন না হলে আদিবাসীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: ড. ইফতেখারুজ্জামান Dec 02, 2025
img
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি Dec 02, 2025
img
তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 02, 2025
img
বরের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও সেটা আমার নিজস্ব ব্যাপার: মানসী সেনগুপ্ত Dec 02, 2025
img

অমিতাভকে নিয়ে জয়ার বিস্ফোরক মন্তব্য

‘আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল’ Dec 02, 2025
img
ইনুর বিরুদ্ধে ফের সাক্ষ্যগ্রহণ ৭ ডিসেম্বর Dec 02, 2025
img
বিয়ের ভুলের মন্তব্য নিয়ে মুখ খোললেন জয়া Dec 02, 2025