ষাট মিনিট পর্যন্ত ম্যাচে কোনো গোল না হওয়ায় স্কোরলাইন ছিল সমতায়। ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে পর্তুগালকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পান ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তার নেওয়া শট চলে যায় পোস্টের বাইরে। ব্যর্থতার পর তার চেহারায় ফুটে ওঠে তীব্র হতাশা।
আল খালিজের বিপক্ষে কিছুক্ষণ পর রোনালদো আরেকটি সহজ সুযোগ মিস করেন। এবার ডি বক্সের ভেতর থেকে নেওয়া শটও বাইরে দিয়ে যায়। আল নাসরকে শেষ পর্যন্ত এগিয়ে দেওয়ার কাজটি করেন জন ডুরান। সাদিও মানের ক্রস থেকে হেডে জালের দেখা পান কলম্বিয়ান ফুটবলার।
আল নাসর আবার পেনাল্টি পায় ম্যাচের যোগ করা সময়ে। এবার আর মিস করেননি ৪০ বছর বয়সি তারকা। খালিজ গোলরক্ষক ওজাইবি রাইদকে ফাঁকি দিয়ে বাঁ-পাশে জাল খুঁজে নেন রোনালদো। লিগে এটা তার ২৪তম গোল, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামদাল্লাহর চেয়ে ৩টি বেশি।
সব মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদো করলেন ৯৮ গোল। আর ২টি গোল করলেই প্রথম খেলোয়াড় হিসেবে চার ক্লাবের হয়ে শতোর্ধ্ব গোল হবে তার। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ ও জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন তিনি।
এই জয়ে ৩৩ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট হলো আল নাসরের। টেবিলে তাদের স্থান চারে। ৮০ পয়েন্ট নিয়ে লিগ নিশ্চিত করেছে আল ইত্তিহাদ। ৭২ পয়েন্ট নিয়ে আল হিলাল দুই ও ৬৮ পয়েন্ট নিয়ে আল কাদিশিয়া টেবিলের তিন নম্বরে রয়েছে।