দানি কারভাহাল, এডার মিলিটাও, এদুয়ার্দো কামাভিঙ্গা, টনি রুডিগার, ফারল্যান্ড মেন্ডি, ডেভিড আলাবা, ভিনিসিউস জুনিয়র, ব্রাহিম দিয়াজ ও লুকাস ভাসকেজ; রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়গণ ইনজুরিতে রয়েছেন।
তালিকাটা অনেক লম্বাই। এন্দরিক হ্যামস্ট্রিংয়ের টেন্ডনে চোট পাওয়ায় সেটা আরেকটু লম্বা হলো। মোট ১০ জন। আর একজন হলে ইনজুরি-জর্জর একটা একাদশই সাজানো যাবে!
দিন দুয়েক আগে সেভিয়ার মাঠ থেকে ২-০ গোলে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচেই চোট পান এন্দরিক। চোটের বিষয়টি আজ রিয়াল জানিয়েছে। তার ফেরার দিন-তারিখ জানায়নি তারা। ধারণা করা হচ্ছে সেরে উঠতে অন্তত দুই মাস লাগবে তার।
রিয়াল বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের মেডিকেল টিম আজ এন্দ্রিককে পরীক্ষা-নিরীক্ষার পর জেনেছে যে তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের টেন্ডনে চোট ধরা পড়েছে। তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।’
ব্রাজিলিয়ান ফুটবলার এমন একটা সময় চোটের খাতায় নাম লেখালেন, যখন এক মাসের মধ্যেই তার দল ক্লাব বিশ্বকাপে প্রতিযোগিতা করবে। আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে আগাম ১৯ জুন শুরু হবে তাদের শিরোপা জেতার মিশন। দুই মাস রিকভারির জন্য সময় লাগলে, তার ওই আসরে খেলাই হবে না।
আগামী মাসে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে। ৬ জুন ইকুয়েডর ও ১১ জুন প্যারাগুয়ে তাদের প্রতিপক্ষ। সেখানেও এন্দরিকের না খেলার শঙ্কা।
টিকে/টিকে