ঢাবি উপাচার্যের সঙ্গে সাম্য হত্যার তদন্তের অগ্রগতি নিয়ে সাদা দলের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে বিচারের আওতায় আনার অগ্রগতি জানতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাবি উপাচার্য ছাড়াও এ বৈঠকে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মহিউদ্দিন ফার্মেসি অনুষদের অধ্যাপক ড. আব্দুর রশীদ এবং স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক এম এ কাউসারসহ প্রায় শতাধিক শিক্ষক।

সাদা দলের নেতারা জানান, সাম্য হত্যার প্রকৃত খুনিকে চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন সাদা দলের নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত খুনিকে চিহ্নিত করে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ইতোমধ্যে আল্টিমেটামের সময় অতিক্রান্ত হওয়ায় খুনিদের গ্রেফতার ও বিচারের অগ্রগতি জানতে তারা ঢাবি প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।

প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে ঢাবি উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তিনি আরও জানান যে, সাম্য হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। এ সম্পর্কে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে কথাও উল্লেখ করেন। ইতোমধ্যে আরও ৩ জন আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বৃহস্পতিবার (২২ মে) ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনারের (ডিএমপি) সঙ্গে ঢাবি ভিসি বৈঠক করবেন বলেও জানা গেছে।

এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, সাম্য আমাদের শিক্ষার্থী, আমাদের সন্তান। সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা। সাধারণ মানুষের পক্ষে এভাবে হত্যা করা সম্ভব নয়। এই হত্যার প্রকৃত খুনিকে খুঁজে বের করার জন্য আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। আমাদের আল্টিমেটামের সময় শেষ হয়েছে। আপডেট জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়। আমরা আমাদের কথা জানিয়ে এসেছি। যদি তাদের ব্যবস্থায় আমরা সন্তুষ্ট না হতে পারি, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি পক্ষ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চাচ্ছে। এ বিষয়েও আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

প্রসঙ্গত, গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

দেশের ভবিষ্যৎ নির্ধারণে দরকার নির্বাচিত সরকার: সেনাপ্রধানের বার্তা May 22, 2025
img
প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে ইসরায়েল : এহুদ ওলমার্ট May 22, 2025
img
ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে : আইনজীবীরা May 22, 2025
img
রাজা রামমোহন রায়ের ২৫৩ তম জন্মবার্ষিকী আজ May 22, 2025
img
শাহবাগ মোড়ে সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের অবস্থান May 22, 2025
img
সারজিসের প্রশ্ন : ‘এখন আইন উপদেষ্টার পদত্যাগ চাওয়া উচিত নয়?’ May 22, 2025
img
রাজপথে ইশরাকের স্লোগান, কাঁপছে নগরভবন May 22, 2025
img
ফেনী সীমান্তে ৬ পরিবারের ২৭ জনকে পুশইন করল বিএসএফ May 22, 2025
img
উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম জিজ্ঞাসাবাদের মুখে May 22, 2025
img
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি May 22, 2025
img
ফাইনালে থামলেন ক্যাসেমিরো, রেকর্ড এখন রোমেরোর May 22, 2025
img
পাঁচ মাসে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৮৯ জন আটক May 22, 2025
img
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা ৭ অঞ্চলে May 22, 2025
img
কয়েক বিভাগে বজ্রবৃষ্টি, কয়েক জেলায় তাপপ্রবাহের আভাস May 22, 2025
img
গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত May 22, 2025
img
রাজধানীতে দীঘিনালার সাবেক ইউপি চেয়ারম্যান লাকি গ্রেফতার May 22, 2025
img
বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডাক পেয়ে রেকর্ড গড়লেন পাক ব্যাটার May 22, 2025
img
কানে দলসহ পৌঁছালেন নীরাজ ঘেওয়ান May 22, 2025
img
মব ভায়োলেন্স সহ্য করা হবে না : সেনাপ্রধান May 22, 2025
img
রাবির সাবেক উপ-উপাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক মামলা May 22, 2025