জুলাই অভ্যুত্থান : অসমাপ্ত রাজনৈতিক বিপ্লব ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনায় রক মনু

জুলাইয়ের গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও এর সম্ভাবনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মনে করেন লেখক ও চিন্তাবিদ এস এম রেজাউল করিম (রক মনু)।

তিনি বলেন, “বাকি কাজ আমাদেরই করতে হবে।” তার মতে, জুলাইয়ের গণজাগরণকে একটি রাজনৈতিক দলিল হিসেবে রূপ দেওয়ার প্রক্রিয়া এখনো অসম্পূর্ণ। তিনি আরও বলেন, এই ঐতিহাসিক ঘটনাকে একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর ঘোষণাপত্রের মাধ্যমে আধুনিক রাজনৈতিক কাঠামোর ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে।

বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মুনির চৌধুরী অডিটোরিয়ামে ইউনাইটেড পিপলস্ বাংলাদেশ (আপ বাংলাদেশ) আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

‘জুলাই ঘোষণাপত্র ও আগামী দিনের রাজনৈতিক রূপরেখা’ শীর্ষক এই আলোচনা সভায় বক্তারা ২০২৩ সালের জুলাই মাসে উদ্ভূত অভ্যুত্থানসদৃশ গণজাগরণ ও এর রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করেন। প্রধান আলোচকের বক্তব্যে এস এম রেজাউল করিম বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল নতুন এক রাজনৈতিক অভিজ্ঞতার সূচনা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সে অভ্যুত্থানের অন্তর্নিহিত বার্তা, রাজনৈতিক দাবি ও ঐতিহাসিক শক্তিকে আমরা কাঠামোগতভাবে রূপ দিতে পারিনি।”

তিনি বলেন, “জুলাই পরবর্তী সময়ে যে সংহতি, সংগঠন ও দিকনির্দেশনা তৈরি হওয়া প্রয়োজন ছিল, তা হয়নি বলেই রাষ্ট্র এখন আবার আগের জায়গায় ফিরে যেতে চাইছে। এই পরিস্থিতিতে আমাদের প্রয়োজন একটি সুসংহত, ঐক্যভিত্তিক ঘোষণাপত্র, যা হবে ভবিষ্যতের রূপরেখা।” 

তিনি এটিকে “অসমাপ্ত রাজনৈতিক বিপ্লব” আখ্যা দিয়ে বলেন, “ঘটনা হিসেবে জুলাই শেষ, কিন্তু প্রক্রিয়া হিসেবে এটি চলমান। আমরা যদি এর রাজনৈতিক ভিত্তি নির্ধারণ না করি, তবে তা কেবল আবেগ বা সামাজিক মিডিয়া আলোচনায় সীমাবদ্ধ থেকে যাবে। এর পরিবর্তে, আমাদের দরকার বাস্তববাদী, দলগতভাবে গ্রহণযোগ্য ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি ডকুমেন্ট।”

আলোচনা সভায় আপ বাংলাদেশ-এর প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত বলেন, “জুলাই প্রলম্বিত রাজনৈতিক সংকটের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক প্রতিবাদ ছিল। এখন সময় এসেছে সেই প্রতিবাদকে একটি বাস্তব কাঠামোতে রূপান্তর করার। এজন্য বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় অপরিহার্য।”

তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্র আমাদের নতুন রাজনৈতিক চুক্তির ভিত্তি হতে পারে। এটি কেবল সরকারের সমালোচনা নয়— এটি রাষ্ট্র গঠনের জন্য বিকল্প দৃষ্টিভঙ্গি উপস্থাপন।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য দ্বীন ইসলাম, আব্দুল্লাহ আল মিনহাজ, আবরার হামীম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের সংগঠকরা। তারা ঘোষণাপত্র বিষয়ে স্ব স্ব মতামত তুলে ধরেন এবং এটিকে আরও পরিপূর্ণ করে তোলার আহ্বান জানান।

সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশ্নোত্তর, মতবিনিময় ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের ক্ষমার পর হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের মুক্তি Dec 02, 2025
img
পরীক্ষা না নিলে শিক্ষকরা শাস্তির মুখে পড়বেন: শিক্ষা উপদেষ্টা Dec 02, 2025
img
খালেদা জিয়ার এই পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী : রিপন Dec 02, 2025
img
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান Dec 02, 2025
img
ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে: সালাহউদ্দিন আহমদ Dec 02, 2025
img
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান Dec 02, 2025
img
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওমরাহ যাত্রীদের তথ্য চাইল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় Dec 02, 2025
img
প্রকাশিত হলো বিপিএলের চূড়ান্ত সূচি Dec 02, 2025
img
সরকারি বাসভবন থেকে বিতাড়িত হচ্ছেন কুকুরছানা ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা Dec 02, 2025
img
টলিপাড়ায় ফের নীল-তৃণার দাম্পত্যে ফাটলের গুঞ্জন Dec 02, 2025
img
তারেক রহমানের ফেরা নিয়ে অনেকে অতিআগ্রহী, এত আলোচনার প্রয়োজন নেই: আমীর খসরু Dec 02, 2025
img
টেকসই সামুদ্রিক ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Dec 02, 2025
img
কেবিসির মঞ্চে অমিতাভের সাথে নাচলেন হারমানপ্রীতরা Dec 02, 2025
img
শেষদিকে গোল হজম করে হারলো বাংলাদেশ Dec 02, 2025
img
ঘোমটা দিয়ে ঢাকতে হবে মাথা, বিয়ের আগেই স্ত্রীকে জানিয়েছিলেন রনদীপ Dec 02, 2025
img
দেশের বাজারে কমানো হলো স্বর্ণের দাম Dec 02, 2025
img
মুজিববাদ ও মওদুদীবাদের বিরুদ্ধে বিএনপি-এনসিপির ঐক্য চান পাটোয়ারী Dec 02, 2025
img
ধূমপানমুক্ত দেশ গড়ার ইতিহাসের অপেক্ষায় সুইডেন Dec 02, 2025
img
সামান্থা-রাজের আধ্যাত্মিক বিবাহ, ভীষণ আড়ম্বরহীন! Dec 02, 2025
img
উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস সিইসির Dec 02, 2025