টক অব দ্য টাউন! আবারো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় উঠলেন মডেল ও অভিনেত্রী হুমায়রা সুবাহ। নাসির হোসেন ও ইলিয়াসের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে এর আগেও বারবার ছিলেন সংবাদের শিরোনামে। তবে এবার সুবাহ জানালেন নতুন খবর—তিনি আবারও বিয়ে করতে প্রস্তুত!
সম্প্রতি ইউটিউব শর্টসে প্রকাশিত এক ভিডিওতে খোলামেলা ভাবে নিজের মনের কথা প্রকাশ করেন সুবাহ। ভিডিওতে সুবাহ বলেন, বিয়ের জন্য সৎ, ভালো মনের এবং ভালো ব্যবহারের মানুষ আমি চাই। আর টাকা পয়সা? সেটা দুজনের যা আছে তা দিয়েও চলে যাবে, সেটা জরুরি না।
এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট, সুবাহ আর পেছনের দিকে তাকাতে চান না। তিনি এখন নতুন করে জীবন সাজাতে চান, নতুন ভালোবাসায় ভর করে। অনেকেই বলছেন, সাবেক সম্পর্কের কষ্ট ভুলে সুবাহ হয়তো এবার খুঁজছেন সেই বিশেষ মানুষটিকে, যিনি সত্যিকারের সুখ এনে দিতে পারবেন তাকে।
সুবাহর এমন প্রকাশ্য ঘোষণায় ভক্ত ও নেটিজেনদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। কে হবেন সুবাহর ভবিষ্যৎ জীবনসঙ্গী? নতুন করে প্রেমে জড়িয়েছেন কি তিনি?—প্রশ্ন ঘুরছে হাজারো মনে।
বর্তমানে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, আর দিন যত যাচ্ছে, বাড়ছে আলোচনা!
এসএম/টিএ