সামরিক সংঘাতের জেরে নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ দেরিতে শেষ হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরই মাঝে আন্তর্জাতিক ব্যস্ত সূচিও শুরু হয়ে গেছে। ফলে টুর্নামেন্টের শেষ মুহূর্তে এসেও ব্যাপক রদবদল করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ক্রিকেটার সংকটের কারণে আইপিএলের দলকেও পিএসএলে খেলা ক্রিকেটারদের দিকেই হাত বাড়াতে দেখা গেছে। তেমনই একজনকে এবার বদলি হিসেবে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ইতোমধ্যে বিরাট কোহলির দলটি আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে। যদিও লিগ পর্বে তাদের আরও একটি ম্যাচ বাকি। শেষ ম্যাচে আগামী ২৭ মে তারা মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টসের। সেই ম্যাচে ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জ্যাকব বেথেলকে পাচ্ছে না বেঙ্গালুরু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য তিনি ইংলিশ জাতীয় দলে যোগ দেবেন। ফলে তার জায়গায় নতুন করে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের টিম সেইফার্টকে।
বর্তমানে এই কিউই উইকেটরক্ষক ব্যাটার খেলছেন পিএসএলের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসে। ফ্র্যাঞ্চাইজিটি আজ (বৃহস্পতিবার) পিএসএলের এলিমিনেটর ম্যাচে নামবে লাহোর কালান্দার্সের বিপক্ষে। এই ম্যাচ জিতলে অবশ্য ফাইনালে উঠতে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে করাচিকে। সবমিলিয়ে পিএসএলে সেইফার্টের থাকা লাগতে পারে ২৫ মে হতে যাওয়া ফাইনাল পর্যন্ত। সে হিসেবে তার আইপিএলে যোগ দিতে সমস্যা হওয়ার কথা নয়। কারণ বেঙ্গালুরুর শেষ লিগ ম্যাচ ২৭ মে। যদিও আইপিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ মে থেকে সেইফার্টকে পাওয়ার কথা জানিয়েছে।
পিএসএলে করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সেইফার্ট। ৯ ম্যাচে ১৪৫.৮০ স্ট্রাইকরেট ও ২৫.১১ গড়ে ২২৬ রান করেছেন এই কিউই ব্যাটার। এদিকে, ৩০ বছর বয়সী সেইফার্টের এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ আসরে কলকাতা নাইট রাইডার্স ও পরের আসরে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এবার তার ডাক পড়েছে বেথেলের অনুপস্থিতিতে। আগামীকাল (২৩ মে) বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের পরই এই ইংলিশ তারকা জাতীয় দলের ডিউটিতে যোগ দেবেন।
এবারের আইপিএলে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিলেন বেথেল। যদিও ২ ম্যাচের বেশি সুযোগ পাননি একাদশে। ৩ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাদশে ফিরে ৩৩ বলে ৫২ করেছিলেন। এরপর স্থগিত হয়ে যায় আইপিএল। সবমিলিয়ে ২ ম্যাচে প্রায় ১৭২ গড়ে ৬৭ রান করেন বেথেল। বেথেল ছাড়াও বেঙ্গালুরু তাদের একাদশের নিয়মিত সদস্য জশ হ্যাজলউডকে পাচ্ছে না। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তিনি ভারত ছেড়েছিলেন, এরপর অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কারণে তার ফেরাটাও অনিশ্চিত হয়ে পড়ে।
এফপি/ টিএ