কথায় আছে ‘ওস্তাদের মার শেষ রাতে’। ঐশ্বর্যা রাই বচ্চনের কানের গালিচায় উপস্থিতি সেই প্রবাদই যেন বার বার মনে করিয়ে দেয়। সিঁথি ভর্তি চওড়া সিঁদুরেই কান চলচ্চিত্র উৎসবে কেল্লাফতে অভিনেত্রীর। পরনে দুধ সাদা বেনারসি শাড়ি। আর গলায় চুনির মালা। গত কয়েক বছরে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যার বিবাহবিচ্ছেদ ঘিরে যে জল্পনার পাহাড় তৈরি হয়েছিল সব কিছুর যেন ইতি হল এ দিন।
এই বিচ্ছেদ জল্পনা শেষ করার জন্যই কি আন্তর্জাতিক মঞ্চে এই সাজে দেখা গেল অভিনেত্রীকে? যদিও সিঁথি ভর্তি লাল সিঁদুরের নেপথ্যে অনেক ধরনের কারণই খুঁজে বার করার চেষ্টা করেছে নায়িকার অনুরাগীরা। তবে দর্শকের একাংশের মতে বিবাহবিচ্ছেদ জল্পনা থামাতেই ঐশ্বর্যার এমন ভাবনা। অভিনেত্রী রেখার সাজের সঙ্গেও তাঁর তুলনা করেছেন অনেকে।
রেখার আইকনিক সাজের সঙ্গে তুলনামূলক আলোচনা চলছে জোরকদমে। ভারি কাঞ্জিভরম শাড়ি সঙ্গে সিঁথিতে লাল সিঁদুর— যে কোনও অনুষ্ঠানে এই লুকেই দেখা যায় প্রবীণ অভিনেত্রীকে। ঐশ্বর্যার এই সাজের সঙ্গে অনেকেই রেখার সাজের তুলনা টেনেছেন। ডিভোর্সের জল্পনা যখন তুঙ্গে তখন রেখার সঙ্গে ঐশ্বর্যার সখ্য নিয়ে বিপুল আলোচনা হয়েছিল। জয়া বচ্চন এবং রেখার ঠান্ডা লড়াই মোটামুটি সকলের জানা। তাই অনেকেরই ধারণা তৈরি হয়েছিল, বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হতেই রেখার কাছাকাছি এসেছেন নায়িকা। ইন্ধন জুগিয়েছিল মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠান। এ বার ফের কানের গালিচায় ঐশ্বর্যার সাজে রেখার অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন অনুরাগীরা।
যদিও এ বার কানের লাল গালিচায় ভারতীয় ঐতিহ্য প্রদর্শনের প্রবণতা বেড়েছে। ঐশ্বর্যার পাশাপাশি অদিতি রাও হায়দারিকেও দেখা গিয়েছে লাল রেশমি শাড়িতে, সিঁথিতে চওড়া সিঁদুর। এ ছাড়া মডেল-অভিনেত্রী রুচি গুজ্জর বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী রাজস্থানি পোশাক। গলার হারে আবার তিনি দুলিয়ে নিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রীর ছবি।
এসএন