সম্প্রতি অনলাইনভিত্তিক ইউটিউব চ্যানেলে অশালীন অনুষ্ঠান আয়োজনের অভিযোগে উঠেছে। এ কারণে ওই চ্যানেল ও উপস্থাপিকার বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট নির্মাণ, রাষ্ট্রের আইন ও নীতিমালা ভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক সমালোচনা হচ্ছে। এবার সে বিষয়ে কথা বললেন একসময়ের উপস্থাপিকা ও মডেল ইসরাত পায়েল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মডেল বলেন, ‘আমরা যখন উপস্থাপনা করতাম, তখন এটা একটা শিল্প ছিল। তবে এখনকার সময়ে সেটা আর নেই। এখনকার সময়ে কিছু উপস্থাপকের টার্গেটই থাকে অনুষ্ঠানে এনে অতিথিকে হেয় করা। সেটা করতে পারলেই যেন সে সার্থক।উল্টাপাল্টা প্রশ্ন করবে, বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। এটা কোনো উপস্থাপনা হতে পারে?’
পায়েল আরো বলেন, ‘একজন উপস্থাপকের প্রশ্ন কি এটা হতে পারে, আপনার কয়জন সুগার ড্যাডি আছে? আপনি এত ঘন ঘন বিদেশ কেন যান? আপনার আয়ের উৎস কী? কারো ব্যক্তিগত বিষয় বলেও কিছু আছে। সেসব নিয়ে কি প্রশ্ন করা যেতে পারে?’
এই উপস্থাপিকা বলেন, ‘এই প্রশ্নগুলো যারা করছেন, তারা কিন্তু মিডিয়ার মানুষ। যার কারণে মানুষও ভাবছেন, মিডিয়ার লোক হয়তো দুই নম্বর।মিডিয়ার মানুষ মানেই খারাপ। এই দায়গুলো কিন্তু সেই উপস্থাপকদেরই।’
ইসরাত জানান, মিডিয়ার কিছু মানুষের এমন দৃষ্টিভঙ্গি, কর্মকাণ্ডের কারণেই শোবিজ ছেড়ে দিয়েছেন তিনি। বর্তমানে ব্যবসায়ে মনোযোগী হয়েছেন।
আগে উপস্থাপনা শিল্প বলে গণ্য হলেও এখন তা সার্কাসের মতো হয়ে গেছে উল্লেখ করে ইসরাত পায়েল বলেন, ‘মিডিয়াতে আগে আমরা যেভাবে উপস্থাপনার কাজ করতাম এখন সেটা সার্কাস বা যাত্রাপালায় পরিণত করেছে কিছু উপস্থাপক।
এরা গেস্ট এনে হেনস্তা করতে পারলে মনে করে কাজ সার্থক! এর সঙ্গে যুক্ত হয়েছে ভিউ ব্যবসা। কিন্তু এসবের উল্টোটা হচ্ছে। এসব এ কারণে ধীরে ধীরে সরে গিয়ে ব্যবসায় যুক্ত হয়েছি।’
এফপি/ টিএ