আদালত প্রাঙ্গণে সাবেক এমপি শম্ভুর ওপর বিএনপি নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

 বিশেষ আইন, স্যাবোটাজ ও বিস্ফোরক আইনের মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও খাদ্য উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বৃহস্পতিবার (২২ মে) বরগুনার অতিরিক্ত মুখ্য হাকিম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুর ১২টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে স্কটসহ শম্ভুকে বরগুনা কারাগারে আনা হয়। পরে দুপুর সোয়া ২টার দিকে তাকে আদালতে তোলা হয়। আদালতে শুনানিকালে শম্ভুর আইনজীবীরা জামিনের আবেদন জানালেও বিচারক মো. মনিরুজ্জামান তা নামঞ্জুর করেন।

শম্ভুকে আদালতে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ দেখান এবং আদালত প্রাঙ্গণে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘ভোট চোর’, ‘ভুয়া’ ইত্যাদি স্লোগান দেন। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় শম্ভুর গাড়িতে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে আদালত এলাকায় নৌবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

২০২৩ সালের ১৭ মার্চ বরগুনায় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বরগুনা সদর থানায় ৩০ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। প্রয়াত বিএনপি নেতা এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম মামলাটি করেন। মামলায় শম্ভুকে প্রধান আসামি করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৫৮ জনকে আসামি করা হয়।

শেখ হাসিনার সরকার পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা শম্ভুকে ২০২৪ সালের ১২ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে। এরপর তাকে নিউমার্কেট থানায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় এবং আশুলিয়া থানার আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমিন বলেন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। তাকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করতে হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তিনি একজন অপরাধী। জামিন না দেয়ার আবেদন করেছি এবং আদালত তা মঞ্জুর করেছেন। তিনি আরও জানান, শম্ভুর বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ থাকলে সেটিও রাষ্ট্রপক্ষ তুলে ধরবে।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দিন : নাহিদ ইসলাম Dec 03, 2025
img
রাষ্ট্রীয় সুরক্ষা পেলে প্রতিবন্ধীরাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: জামায়াত আমির Dec 03, 2025
img
এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয় Dec 03, 2025
img
প্রতিবন্ধীদের সংসদে পৌঁছে দেয়ার রাজনীতি করতে চায় এনসিপি: সামান্তা শারমিন Dec 03, 2025
img
মন শান্ত রাখার পরামর্শ দিলেন আনুষ্কা শর্মা Dec 03, 2025
img

আইআরআই জরিপ

এবি পার্টিকে চেনেন ৮৪ শতাংশ, সমর্থন করেন ২১ শতাংশ মানুষ Dec 03, 2025
img
নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়াতে জনস্পর্শী প্রচারণায় জোর তথ্যসচিবের Dec 03, 2025
img
কোর্টের ঘাড়ে বন্দুক রেখে ইসিকে বাধ্য করার ষড়যন্ত্র চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী Dec 03, 2025
img
টলিউডে প্রথমবার মিমি-সোহমের ট্যাঙ্গো নাচ Dec 03, 2025
img
ইমরান খানকে নিয়ে দুশ্চিন্তায় মুনমুন সেন Dec 03, 2025
img
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা Dec 03, 2025
img
হঠাৎ পোশাক জটিলতায় শুটিং সেটে নিরুপায় স্বরা ভাস্কর Dec 03, 2025
img
হরিদ্বারে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন, কান্নায় ভেঙে পড়লেন ববি দেওল! Dec 03, 2025
img
স্ত্রীর ৩০ ঘণ্টা প্রসব যন্ত্রণা দেখে দৃষ্টিভঙ্গির বদলে গেল অভিনেতা বিক্রান্তের Dec 03, 2025
img
তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ক্যাব সভাপতি Dec 03, 2025
যে কারণে গুমের ব্যবহার করেছিলেন হাসিনা! Dec 03, 2025
কল্কি ২৮৯৮ এডি’ তে দীপিকার পরিবর্তে প্রিয়াংকা? Dec 03, 2025
প্রিয়াংকা–নিকের প্রেমকাহিনি পূর্ণ হলো সাত বছরে Dec 03, 2025
ক্যাম্প ন্যুতে দুর্দান্ত প্রত্যাবর্তনে আতলেতিকো কে হারালো বার্সেলোনা Dec 03, 2025
img
ছেলেকে নিয়ে গাড়ির শোরুমে চিত্রনায়িকা বুবলী Dec 03, 2025