বিশাল পুরিয়ার সিনেমা ‘মা’। এতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কাজলকে। সামনের সপ্তাহে ‘মা’ সিনেমার প্রচার ঝলক দেখতে পাবেন চলচ্চিত্রপ্রেমীরা।
প্রচার শেষে আগামী ২৭ জুন ভারতের সব প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রহস্য রোমাঞ্চে ভরপুর ভৌতিক সিনেমা ‘মা’।
আর এ সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অজয় দেবগনের স্ত্রী কাজল।
হিন্দি, বাংলা, তামিল, তেলেগু মোট চারটি ভাষায় মুক্তি পাবে ‘মা’। কাজল ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন, রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, খেরিন শর্মা। কাজলকে এ সিনেমায় মায়ের ভূমিকায় দেখা যাবে।
নিজের মেয়েকে সর্বশক্তি দিয়ে এক অতিপ্রাকৃতিক শক্তি থেকে বাঁচানোর জন্য লড়াই করছে কাজল।
‘মা’ সিনেমা যাতে দর্শকদের মন কাড়তে পারে, সব কিছুই যাতে শুভ হয়, সেই আশীর্বাদ চাইতে আজ (২২ মে) হঠাৎ কলকাতার দক্ষিণেশ্বর ভবতারিণী কালি মন্দিরে পূজা দিলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন।
এদিন দক্ষিণেশ্বর কালি মন্দিরে প্রিয় নায়িকাকে চোখের সামনে দেখতে পেয়ে কাজলের অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে দেখার মতো। প্রিয় নায়িকাকে হাতের সামনে পেয়ে মুঠোফোনে ফ্রেমবন্দি করার চেষ্টা করেন তার অসংখ্য অনুরাগী।
এদিন কাজলকে আদ্যোপান্ত বাঙালিয়ানা লুকে দেখা গেছে। হালকা গোলাপি রঙের সিল্কের শাড়ি। মানানসই জড়োয়ার কানপাশা, মুখে হালকা মেকআপ আর লিপস্টিক। তাতেই যেন কাজলকে লাবণ্যময়ী বঙ্গকন্যা।
পূজা দিয়ে বেরিয়ে এই কাজল বলেন, ‘কলকাতায় এসে খুব ভালো লাগছে।
মনে হচ্ছে, আমি আমার মায়ের বাড়ি এসেছি।’ দক্ষিণেশ্বর মায়ের ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। সিনেমা প্রিমিয়ারের আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছে। মা আমাকে আশীর্বাদ করলেন। এটি একটি ভৌতিক রহস্যময় সিনেমা।
আরএম/এসএন