গত বছর থেকে একটানা প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। নেপথ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যার জেরে ঘুম ছুটেছে ভাইজান ঘনিষ্ঠদের। কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে সর্বত্র চলাফেরা করতে হয় সালমান ও তার পরিবারকেও।
এমন অবস্থায় ‘ওয়াই ক্যাটেগরি’র মতো বিশেষ নিরাপত্তায় রয়েছেন সালমান খান। সারাক্ষণ বুলেটপ্রুফ গাড়িতে ঘোরেন। ব্যক্তিগত নিরাপত্তা কর্মী ছাড়াও সর্বক্ষণ পাশে থাকেন মহারাষ্ট্র পুলিশ। কিন্তু সেই সুরক্ষা বলয় ভেঙে সালমানের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ছেন লোকজন। একই দিনে দুটি এমন ঘটনা ঘটেছে সালমানের বাড়িতে; তার মধ্যে রয়েছেন ৩২ বছর বয়সী এক নারী।
সালমানের বাড়িতে অনুপ্রবেশকারী সেই নারীর নাম ইশা ছাবরিয়া। তাকে সালমানের বাসা থেকেই আটক করে পুলিশ। কিন্তু জেরার সময় তার দাবি, তিনি নাকি সালমানের বাড়ির বহিরাগত কেউ নন। আমন্ত্রণে সাড়া দিয়েই নাকি সালমানের বাড়িতে আসা তার। তবে সেই দাবি সত্যি কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের কাছে আটক সেই ইশা ছাবরিয়া নাকি এও দাবি করেছেন, তিনি পেশায় মডেল, খর এলাকার বাসিন্দা। ছয় মাস আগে একটি পার্টিতে সালমানের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ, আর এরপর থেকেই আলাপ হয় তার। ভাইজান নাকি তাকে আমন্ত্রণ করেছিলেন। সে কারণেই নাকি মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান। ভিতরে ঢোকেন। দরজা ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করেন।
সেই সময় নাকি সালমানের পরিবারের এক সদস্যের সঙ্গে তার দেখাও হয়। যদিও সালমানের পরিবারের কেউ এই আমন্ত্রণের কথা স্বীকার করেননি। ভাইজানের পক্ষ থেকে মেলেনি কোনো প্রতিক্রিয়া।
এদিকে সালমানের বাড়িতে অনুপ্রবেশের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই যুবকের নাম জিতেন্দ্র কুমার সিং। গত ২০ মে ওই ব্যক্তি সালমানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। তিনি আবার ছত্তিশগড়ের বাসিন্দা। তবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেকে সালমানের বড় ভক্ত বলে দাবি করেন, তাই এমন কাণ্ড ঘটান।
এমআর/টিএ