বলিউডে বহুল প্রতীক্ষিত ‘হেরাফেরি থ্রি’ ছবি আসার ঘোষণার পরই আনন্দে ছিলেন দর্শকেরা। কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজির আইকনিক স্টার পরেশ রাওয়ালের ছবি থেকে সরে দাঁড়ানোর খবরে রীতিমতো হতভম্ব হয়ে যান সিনেমার সকল কলাকুশলিরা। বলিউডে এ নিয়ে শোরগোলও কম নয়। পরেশ রাওয়াল তথা ছবির চরিত্র ‘বাবু ভাইয়া’ ছাড়া এই সিনেমা তৈরি করা অসম্ভব বলেও মন্তব্য করেছেন তারকারা।
তবে যেহেতু পরেশ রাওয়াল থাকছেন না, তাই তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ‘মির্জাপুর’ সিরিজের ‘কালিন ভাইয়া’ খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি- এমনটাই শোনা যাচ্ছে এবার বলিউডে। যদিও এমন গুঞ্জনের নেপথ্যে রয়েছে অতীতের বিশেষ কিছু ঘটনা।
এর আগে ‘ও মাই গড টু’ সিনেমা থেকে পরেশ রাওয়ালের সরে দাঁড়ানোর পর সেই চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ। এবারও কি তেমনই পরিকল্পনা কী না, তা নিয়ে এক সাক্ষাৎকারে আলোচনা করেন পঙ্কজ।
অভিনেতার কথায়, ‘এমন একটা কথা আমিও শুনেছি এবং পড়েছি। তবে আমি এটা বিশ্বাস করি না। পরেশজি একজন অসাধারণ অভিনেতা। আমি তার সামনে শূন্য। আমি তাকে অনেক সম্মান করি। আমার মনে হয় না বাবু ভাইয়া চরিত্রের জন্য আমি উপযুক্ত ব্যক্তি।’
প্রসঙ্গত, প্রিয়দর্শন পরিচালিত ‘হেরাফেরি থ্রি’ ছবির প্রায় অর্ধেক শুটিং হয়ে যাওয়ার পর আচমকাই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পরেশ রাওয়াল। বিষয়টি নিয়ে হাজার প্রশ্ন উঠলেও পরেশ রাওয়াল বারবার জানান, পরিচালকের সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের কারণে তিনি ছবি থেকে বেরিয়ে আসেননি। পরিচালকের প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা বজায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সিদ্ধান্ত যে কারণেই তিনি নিয়ে থাকুন না কেন, সিনেমা নিয়ে যে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে তা বলাই বাহুল্য।
এসএন