রিমান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা

মানিকগঞ্জে চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসাধাচারণ এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম উজ্জ্বল সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিকেল সাড়ে ৪টার দিকে আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আসামিরা হলেন- বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেরাব হোসাইন (১৯) ও আশরাফুল ইসলাম রাজু (২১)। এর আগে গত বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেবার হোসাইন পটপরিবর্তনের ৯ মাস পরে মানিকগঞ্জের আদালতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ ২১৭ জনকে আসামি ও অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলার এজহারভুক্ত আসামিদের মামলা থেকে অব্যহতি দেওয়ার কথা বলে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন।

এছাড়া মানিকগঞ্জ নিউজ নামে একটি ফেক ফেসবুক পেইজের অ্যাডমিন হিসেব যুক্ত হয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও মূলধারার গণমাধ্যমকর্মীদের নিয়ে মানহানিকর পোস্ট দেন। আসামিদের কাঙ্ক্ষিত চাঁদা দিতে রাজি না হলেই প্রাণনাশের হুমকিসহ বিব্রতকর এসব পোস্ট করতে মানিকগঞ্জ নিউজ ফেসবুক পেজ ব্যবহার করে।

সম্প্রতির পৌসভার পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান সাব্বিরকে নিয়ে মানিকগঞ্জ নিউজ নামের ফেসবুক পেজে মানহানিকর পোস্ট করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার (২১ মে) সদর থানায় বাদী হয়ে মামলা করেন তিনি। মামলায় বৈষম্যবিরোধী সাবেক দুই ছাত্র প্রতিনিধি মেহেরাব হোসাইন ও আশরাফুল ইসলামকে এজহারভুক্ত আসামি করে এবং মানিকগঞ্জ নিউজ ফেসবুক পেজের অ্যাডমিনসহ বিভিন্ন ফেসবুক পেজের ৬ জন অ্যাডমিনকে আসামি করা হয়। মামলার বাদীর কাছে আসামিরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে বলে মামলা সূত্র জানা গেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধিকে চাঁদাবাজি ও সাইবার আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়। পরে আজকে বিকেলে তাদের আদালতে পাঠানো হয় এবং পুলিশ রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওসি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশের সঙ্গে অসদাচরণ ও মানিকগঞ্জ নিউজ নামে একটি ফেক ফেসবুক পেজের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

আরএম/এসএন 



Share this news on:

সর্বশেষ

img
জানুয়ারিতে আসছে ৫টি শৈত্যপ্রবাহ Jan 03, 2026
img
পাহাড়ে শৈত্য প্রবাহে জনজীবন স্থবির Jan 03, 2026
img
কুড়িগ্রামে হাড়কাঁপানো শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস Jan 03, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী রোমানা Jan 03, 2026
img
নতুন বছরে দক্ষিণ কোরিয়ায় কার্যকর হচ্ছে একগুচ্ছ আইন Jan 03, 2026
img
দুপুরে মাঠে নামছে হোবার্ট হারিকেনস ও সিডনি থান্ডার Jan 03, 2026
img
ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি Jan 03, 2026
img
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ Jan 03, 2026
img
আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি Jan 03, 2026
img
৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Jan 03, 2026
img
পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১২ লাখ ৫৫ হাজার Jan 03, 2026
img
চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৬০ জন Jan 03, 2026
img
বিমান ভাড়া নিয়ন্ত্রণে ‘বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ’ জারি Jan 03, 2026
img
হাসপাতালে যাওয়ার পথে পাপারাজ্জিদের দেখে হাতজোড় শ্রদ্ধা কাপুরের! Jan 03, 2026
img

আইএল টি টোয়েন্টি

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে এমআই এমিরেটস Jan 03, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা আগামীকাল Jan 03, 2026
img
লা লিগার ঐতিহ্যবাহী ক্লাবের মালিক হচ্ছেন রামোস! Jan 03, 2026
img
জেনে নিন কালোজিরা খাওয়ার ৩৭টি উপকারিতা Jan 03, 2026
img
ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই-সিদ্ধান্ত আজ Jan 03, 2026
img
সকালে পানি পান করা জরুরি কেন? Jan 03, 2026