দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থার (সাফ) বার্ষিক সাধারণ সভা আগামী শনিবার নেপালের কাঠমান্ডুতে। সেই কংগ্রেসে পুনরায় সাফের গঠনতন্ত্র পরিবর্তন হচ্ছে। মাস খানেক আগেই শ্রীলঙ্কার কলম্বোতে সাফের গঠনতন্ত্র এক দফা পরিবর্তন হয়েছে।
সাফ কংগ্রেসের ভেন্যু নেপালের কাঠমান্ডু। সাফের নতুন সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল ইতোমধ্যে ভেন্যুতে পৌঁছেছেন। সেখান থেকে তিনি বলেন, 'সাফে নির্বাহী কমিটিতে তিন মেয়াদের বেশি না থাকার একটি নির্দেশনা রয়েছে। আসন্ন এজিএমে এটি তুলে দেয়ার প্রস্তাবনা রয়েছে।কারণ সম্প্রতি এএফসিও এটা তাদের গঠনতন্ত্রে সংশোধন করেছে।'
সাফের গঠনতন্ত্রে ছিল নির্বাচনের সময় কারো বয়স ৭০ বছরের বেশি হতে পারবে না। ৪ এপ্রিল শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠেয় সাফ কংগ্রেসে বয়সের কোটা উঠে গেছে। নতুন এই আইনের ফলে সাফের বর্তমান সভাপতি ৭০ বছর উর্ধ্ব কাজী সালাউদ্দিন আগামী নির্বাচন করতে অবশ্য বাধা নেই।
কাজী সালাউদ্দিন ২০০৯ সাল থেকে সাফের সভাপতি। ইতোমধ্যে তিনি চার নির্বাচিত হয়েছেন। তিন বারের বেশি কোনো পদে নয় এটি সাফের গঠনতন্ত্রে প্রবেশ করেছে ২০১৮ সালে। সেই সময় থেকে সেই আইন কার্যকর। তাতে সালাউদ্দিনের দ্বিতীয় মেয়াদ চলমান।
গত মাসেই গঠনতন্ত্রের তৃতীয় অধ্যায়ের ৩১ অনুচ্ছেদের ৫ নম্বর ধারা বিলুপ্তি হয়েছে। এক মাস পর সেই একই অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় পরিবর্তন আসছে। দুটো এক সঙ্গে না করে পৃথক কংগ্রেসের ব্যাখ্যা দিলেন নতুন সাধারণ সম্পাদক এভাবে, 'গঠনতন্ত্র পরিবর্তনে নিয়মতান্ত্রিক কিছু প্রক্রিয়া রয়েছে। নির্বাহী কমিটির কর্মকর্তাদের মেয়াদের সীমার বিষয়টি পরে এসেছে এবং সদস্য দেশগুলোকে ৩০ দিন আগে জানাতে হয় আরো কিছু ধাপ রয়েছে।’
সাফের কংগ্রেসে গঠনতন্ত্র সংশোধন ছাড়াও নির্বাহী কমিটির একটি শূন্য সদস্যপদ পূরণ, বাজেট ও আরো কিছু বিষয় রয়েছে। সাফ কংগ্রেসে বাংলাদেশ থেকে বাফুফের দুই নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম ও টিপু সুলতানের আগামীকাল নেপালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। সাফ সভাপতি বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন এখনো নেপাল পৌঁছাননি। নেপালের কাঠমান্ডুতে কংগ্রেস ছাড়াও নির্বাহী কমিটির সভাও অনুষ্ঠিত হবে।
আরএম/এসএন